এখন পড়ছেন
হোম > রাজ্য > লকেট চ্যাটার্জি এখানে অশান্তি বাঁধাতেই গুণ্ডা অর্জুনকে নিয়ে এসেছিলেন! বিস্ফোরক দাবি দিলীপের

লকেট চ্যাটার্জি এখানে অশান্তি বাঁধাতেই গুণ্ডা অর্জুনকে নিয়ে এসেছিলেন! বিস্ফোরক দাবি দিলীপের


একদিকে করোনা ভাইরাস, আর তার মাঝে বিভিন্ন সময় গোষ্ঠী সংঘর্ষ নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গ। যদিও শান্তি স্থাপন করতে রীতিমত তৎপর পুলিশ প্রশাসন। তবে এই বিক্ষিপ্ত গন্ডগোল এবং অশান্তির ঘটনায় বারবার বিঘ্নিত হচ্ছে রাজ্যের শান্তি। ইতিমধ্যেই হুগলির তেলেনিপাড়ার গোষ্ঠী সংঘর্ষ রীতিমত ভাবাতে শুরু করেছে সকলকে। বিরোধীদের পক্ষ থেকে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে।

অন্যদিকে পাল্টা রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। আর এমত পরিস্থিতিতে তেলেনিপাড়াতে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে যান সেখানকার সাংসদ লকেট চট্টোপাধ্যায়। কিন্তু পুলিশ তাঁকে রাস্তাতেই আটকে দেয় বলে অভিযোগ। আর এরপরেই বিজেপির এক প্রতিনিধিদল রাজ্যপালের সঙ্গে দেখা করে তেলেনিপাড়া নিয়ে স্মারকলিপি জমা দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই থেমে না থেকে লকডাউনের নির্দেশিকা মেনেই সেখানকার ডিএম অফিসের সামনে নীরব ধর্নায় বসেন বিজেপির দুই হেভিওয়েট সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও অর্জুন সিংহ। অর্জুন সিংহ পরে রাজ্য সরকারের উপর চাপ বাড়িয়ে ক্ষোভ উগরে দেন। রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন লকেট চট্টোপাধ্যায়ও। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির দুই সাংসদ যেভাবে চেপে ধরছেন প্রশাসনকে, তাতে রাজ্য সরকারের উপর ক্রমশ চাপ বাড়ছে।

আর আসনের পরিপ্রেক্ষিতে, তেলেনিপাড়া ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের হল দুই বিজেপি সাংসদের বিরুদ্ধে। শুক্রবার রাতে চুঁচুড়া থানায় বিজেপি সাংসদ অর্জুন সিং ও চুঁচুড়া মহিলা থানায় স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আলাদা ভাবে দুটি এফআইআর দায়ের হয়। তার প্রেক্ষিতে ইতিমধ্যেই মহিলা থানা থেকে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে নোটিস পাঠিয়ে তদন্তের স্বার্থে আগামী ২২ মে থানায় এসে দেখা করতে বলেছেন। একইভাবে চুঁচুড়া থানা থেকেও অর্জুন সিংকে দেখা করতে বলা হয়েছে।

এদিকে, এদিন এই নিয়ে বিজেপির দুই সাংসদকে তীব্র আক্রমন করেন হুগলি জেলার তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, লকেট চট্টোপাধ্যায় এখানে অশান্তি বাঁধানোর জন্যই গুণ্ডা অর্জুনকে নিয়ে এসেছিলেন। ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় তাঁরা অশান্তি পাকানোর জন্যই প্রশাসন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। যার জন্য সাধারণ মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই বিষয়টির জন্য সম্পূর্ণ দায়ী লকেট চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!