এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূল বিধায়কের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২, শুরু ব্যাপক ধরপাকড়!

তৃণমূল বিধায়কের উপর হামলার ঘটনায় গ্রেফতার ২, শুরু ব্যাপক ধরপাকড়!


মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়কের উপর হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার জেরে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে।প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের উপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান। যার দাপটে বিধ্বস্ত কলকাতা সহ তার আশেপাশের জেলাগুলো। ভয়ঙ্কর ঝড়ের দাপটে বিভিন্ন রাস্তায় বড় বড় গাছ পড়ে গিয়ে বিদ্যুতের পরিষেবা সম্পূর্ণ ভাবে বিঘ্নিত হয়েছে। যার ফলে প্রশাসনের পক্ষ থেকে সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হলেও, পরিস্থিতি কোনোমতেই আয়ত্তে আসছে না।

এমতাবস্থায় প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ না পেয়ে সাধারন মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তবে সাধারণ মানুষের সেই বিক্ষোভ থামাতে গিয়ে এবার যে তৃণমূল বিধায়কের আক্রান্ত হয়ে যাওয়ার ঘটনা ঘটবে, তা সত্যিই কেউ কল্পনা করতে পারেননি। তবে এবার এরকমই একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল গোটা রাজ্যজুড়ে। বস্তুত, মেটিয়াবুরুজের নাদিয়াল থানার কাঞ্চনতলা এলাকায় এই ভয়াবহ দুর্যোগের পর বিদ্যুত না আসায় মঙ্গলবার সেখানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র বিক্ষোভ দেখানো শুরু হয়। কেন এখনও পর্যন্ত বিদ্যুৎ এল না, তা নিয়ে আন্দোলন চালাতে থাকেন এলাকাবাসীরা। শুরু হয় রাস্তা অবরোধ। তবে এই রাস্তা অবরোধ হতেই একাংশ আন্দোলনকারীদের অবরোধ তুলে নেওয়ার কথা বলতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়‌। যার জেরে এলাকা রণক্ষেত্র পরিস্থিতি ধারণ করে। আর এই অবস্থায় খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মেটিয়াবুরুজে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা।

রণক্ষেত্র পরিস্থিতির মধ্যে পড়ে যান স্থানীয় বিধায়ক। আশ্চর্যজনকভাবে দু’পক্ষের বচসা থামাতে গিয়ে মাথা ফেটে যায় এই তৃণমূল বিধায়কের। জানা গেছে, বর্তমানে তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে দেখতে হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম।

ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ । ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । ঘটনার বেশ কয়েকটি CCTV ফুটেজ পেয়েছে পুলিশ । সেই ফুটেজ দেখেই দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে । এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট । নামানো হয় র‍্যাফ।তবে অশান্তি থামাতে গিয়ে যেভাবে রাজ্যের শাসকদলের বিধায়ক আক্রান্ত হলেন, তা নিঃসন্দেহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিল বলেই মনে করছে একাংশ।

ইতিমধ্যেই এলাকা শান্ত করতে সেখানে বিশাল পুলিশবাহিনী নামানো হয়েছে। তবে ভয়াবহ দুর্যোগের পর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ার কারণেই এই বচসা এবং তা থেকেই যে তৃণমূল বিধায়ক আক্রান্ত হলেন, সেই ব্যাপারে নিশ্চিত প্রত্যেকেই। এখন যেখানে সমস্ত সমস্যা লুকিয়ে আছে, সেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কতটা তৎপরতা অবলম্বন করা হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!