এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মোহন-উদয়নের পর এবার “বিদ্রোহী” তৃতীয় হেভিওয়েট নেতা! ক্রমশ ঘুম উড়ছে তৃণমূলের? বাড়ছে জল্পনা!

মোহন-উদয়নের পর এবার “বিদ্রোহী” তৃতীয় হেভিওয়েট নেতা! ক্রমশ ঘুম উড়ছে তৃণমূলের? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের আগে এখন তৃনমূলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। দিকে দিকে বিভিন্ন নেতারা এখন দলের নানা কাজকর্ম নিয়ে সরব হচ্ছেন। কিছুদিন আগেই দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ, প্রাক্তন চেয়ারম্যান মোহন বসুর পর এবার কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষন সিংয়ের তরফ থেকেও দলের প্রতি অসন্তোষের ঘটনা প্রকাশ্যে চলে এল। যার ফলে রীতিমত আলোড়ন পড়ে গেল কোচবিহার জেলা রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংহ তৃণমূলের একাংশের নাম না করে সরব হয়েছেন। যেখানে তিনি বলেন, “কিছু স্বার্থান্বেষী মানুষ দলে ঢুকে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের মানুষকে দল থেকে বের করা না হলে দলকে তারা খারাপ জায়গায় নিয়ে যাবেন। তারা নানা রকম উক্তি করছেন।

এসব বিষয়ে আমি রাজ্য নেতৃত্বকে চিঠি লিখব। দলের জেল সভাপতিকেও জানাব। নেতা-মন্ত্রী, আমি যে সমস্ত কাজ করছি, তার বিরুদ্ধাচরণ করাটা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তারা দলের কোনো ভালো করতে পারবেন না। তাদের চিহ্নিত করতে হবে। আগামী দিনে ভোট রয়েছে। তাদের সরাতে না পারলে দলের অবস্থা ভালো থাকবে না। ওইসব লোকেরা আসলে দলের ভালো চান না।” আর কোচবিহার পৌরসভার প্রশাসকের এই মন্তব্যে এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে কোচবিহার জেলা তৃণমূলের অন্দরমহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, কিছুদিন আগেই দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ দলের একাংশের বিরুদ্ধে সরব হয়েছেন। এমনকি 2021 এর বিধানসভা নির্বাচনে তিনি আর লড়বেন না বলেও জানিয়ে দিয়েছিলেন। আর এবার উদয়নবাবুর সুরে সুর মিলিয়ে যেভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হলেন কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষন সিংহ, তাতে তৃণমূলের বিড়ম্বনা আরও বাড়ছে।

তাহলে কি কোচবিহার জেলার তৃণমূল নিজেদের সংগঠনকে শোধরানোর চেষ্টা করলেও, তাদের গোষ্ঠীদ্বন্দ্বই কি তাদের সব থেকে বড় অস্বস্তিতে ফেলবে? কেন বারবার হেভিওয়েট নেতারা দলের বিরুদ্ধে মন্তব্য করছেন! এতে তো পরিস্থিতি ভালো হওয়া তো দূর অস্ত, উল্টে এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জেলায় কার্যত ব্যাকফুটে চলে যাবে বলেই দাবি করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “এই ধরনের সমস্যা আমাদের দলে ছিল না সেটা আমি বলব না। তবে এখন সেসব অনেকটাই কমেছে। আগে যেমন দলের মূল সংগঠনের সঙ্গে যুব সংগঠনের একটা সংঘাত লেগে থাকত। কিন্তু এখন সবাই আমরা একসঙ্গে কাজ করছি। যারা এসব করেছিল, তাদের মূল দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছি। দল তাদের প্রতি সজাগ এবং সতর্ক।” তবে অতীতে উদয়ন গুহর বিস্ফোরক মন্তব্যের পরে জেলা তৃণমূল সভাপতি এই ধরনের কথা বলেছিলেন।

কিন্তু তারপরেও যেভাবে হেভিওয়েট তৃণমূল নেতা ভূষণ সিংহ দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন, তাতে ভূষনবাবুও তার রাজনৈতিক গতি-প্রকৃতিতে পরিবর্তন করতে পারেন বলে নানা মহলে জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কোচবিহার জেলার একের পর এক তৃণমূল নেতারা দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করায় তাদের অবস্থান কি হয় এবং জেলা নেতৃত্ব কিভাবে পরিস্থিতি সামলায়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!