কলকাতার বুকে খোদ তৃণমূল সাংসদের নামে হুমকি পোস্ট,শোরগোল রাজ্যে কলকাতা রাজ্য June 19, 2019 বিগত বাম আমলে জঙ্গলমহলে প্রায় প্রতিনিয়ত হুমকি পোস্টারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ত রাজ্য রাজনীতিতে। মাঝেমধ্যেই তৎকালীন বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে পরা এই পোস্টারকে ঘিরে বামেদের দিকেই দোষ চাপাতে দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। কিন্তু 2011 সালে রাজ্যে পালাবদলের পর সেই জঙ্গলমহলে মাওবাদী উপদ্রব যেমন কমেছে, তেমনি বন্ধ হয়েছে এই হুমকি পোস্টারের প্রবণতাও। তবে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির প্রবল উত্থানের পরেই এবার বিভিন্ন জায়গায় বিজেপির বিরুদ্ধে পরা হুমকি পোস্টারকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। সূত্রের খবর, এদিন সকালে মধ্যমগ্রাম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী এলাকায় দেওয়ালে দেওয়ালে সাদা কাগজ সাঁটা পোস্টারে লেখা থাকতে দেখা যায় যে, যারা বিজেপি করবে, তাদের উচ্ছেদ ও খুন করা হবে। আর এতেই তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু কে বা কারা এই পোস্টার লাগালো! জানা গেছে, তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নাম করেই লেখা এই হুমকি পোস্টার দেখতে পেয়েছেন বিজেপি কর্মীরা। এদিকে এই প্রতিটি পোস্টারের নীচেই জয়হিন্দ শব্দ লেখা রয়েছে বলে জানা গেছে। কিন্তু শুধু রামকৃষ্ণপল্লী এলাকাতেই নয়, রাজারহাট, নারায়নপুর এবং গঙ্গানগর এলাকাতেও এই হুমকি পোস্টার দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে ইতিমধ্যেই এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর নিমাই দাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবিতে মধ্যমগ্রামের গঙ্গানগরে অবরোধ করে গেরুয়া শিবির। তবে পুলিশি আশ্বাসে পরে সেই অবরোধ তুলে নেয় বিজেপি। এদিন এই হুমকি পোস্টার পরা প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে মধ্যমগ্রাম পূর্ব মন্ডলের বিজেপির সভাপতি রাজকুমার পাল বলেন, “লোকসভা নির্বাচনে আমরা মধ্যমগ্রাম বিধানসভার বেশ কয়েকটি বুথে জিতেছি। আর তারপর থেকেই তৃনমূল আমাদের কর্মীদের উপর অত্যাচার শুরু করেছে। বিজেপি এখানে ক্রমশ শক্তিশালী হচ্ছে বলেই হুমকি পোষ্টার দিয়ে আমাদের কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু এইভাবে কোনোমতেই বিজেপিকে রোখা যাবে না।” অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর নিমাই দাস। এদিন তিনি বলেন, “বিজেপি নিজেরা এই ধরনের পোস্টার সাঁটিয়ে দিয়ে প্রচারের আলোয় আসতে চাইছে। তদন্ত করলেই আসল সত্য বেরিয়ে আসবে। মিথ্যেই আমাদের নামে অভিযোগ করা হচ্ছে।” তবে যদি বিজেপির এই অভিযোগ সত্যি হয়, তাহলে অতীতে বাম আমলে শেষের দিকে যেভাবে তৃণমূলের বিরুদ্ধে জঙ্গলমহলের মত প্রত্যন্ত এলাকায় হুমকি পোস্টার পড়তে দেখা যেত, ঠিক একইভাবে যে সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশে বিজেপির উত্থানে, সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত প্রায় প্রত্যেকেই। আপনার মতামত জানান -