এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > ২১ শে জুলাই মিটলেই ‘তোলা’ টাকা অডিট করে জেলা আর পার্টি ফান্ডে, দাবি নেত্রীর

২১ শে জুলাই মিটলেই ‘তোলা’ টাকা অডিট করে জেলা আর পার্টি ফান্ডে, দাবি নেত্রীর


সংগঠনের লোগোতেই ভুল – আর এতেই ক্ষিপ্ত আইএনটিটিইউসি-এর রাজ্য সম্পাদক তথা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। আজ পুরুলিয়া জেলার আইএনটিটিইউসি-এর পক্ষ থেকে পুরুলিয়া জেলার একটি বেসরকারি হোটেলে ২১ জুলাই উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল, সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ দোলা সেন। বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই ভুল লোগো দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। শোভন চট্টোপাধ্যায়ের দেওয়া যে সিম্বল সেই সিম্বল ভুল থাকাটা একেবারে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। তাঁর ক্ষোভ আরো বাড়ে যখন দেখা যায় একটা-আধটা নয় সভার সমস্ত লোগোই ভুল! তাই সঙ্গে সঙ্গেই সমস্ত পোস্টার-ব্যানার খুলে ফেলার নির্দেশ দেন তিনি। এরপরেই খেদের সঙ্গে তিনি জানান, জেলার আইএনটিটিইউসি-এর নেতৃত্ব কিভাবে চলছে তা সংগঠনের ভুল লোগো দেখেই বোঝা যায়! সেই সঙ্গেই তিনি হুশিয়ার দেন, এই ব্যাপারটাকে মোটেই ছোট করে দেখা হবে না!

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর এরপরেই দলের কোর কমিটির বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই জেলায় নেতাকর্মীদের তোলা আদায় নিয়েও প্রশ্ন তোলেন তিনি। দলনেত্রী মমতা ব্যানার্জীর নাম করে তোলা আদায় করে নিজেদের পকেট ভর্তি করা যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না সাফ জানিয়ে দেন তিনি। এছাড়াও, জেলায় বিভিন্ন অস্বীকৃত আইএনটিটিইউসি-এর সংগঠন থাকারও অভিযোগ তোলেন তিনি এবং সেই সংগঠন দল চালানোর নাম করে নিজেদের পকেট ভরছেন বলেও তাঁর কাছে খবর রয়েছে বলে জানান l তিনি জেলা নেতৃত্বকে সাফ জানিয়ে দেন, ২১ শে জুলাইয়ের পরে জেলায় এসে অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অবধি কত তোলা তুলেছেন, ব্যাঙ্কে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন সব হিসেব করে চার আনা জেলা নেতৃত্বকে দিয়ে বারো আনা নিয়ে গিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবেন। অন্যদিকে ভুল সিম্বল লাগানোর কথা স্বীকার করে নিয়েছেন জেলার আইএনটিটিইউসি-এর সভাপতি প্রফুল্ল মাহাতো l সেই সঙ্গে অস্বীকৃতিমূলক সংগঠনের থাকার কথাও মেনে নেন তিনি। আজকের সভায় মন্ত্রী সন্ধ্যারানি টুডু, আইএনটিটিইউসি-এর জেলা সভাপতি প্রফুল্ল মাহাতো, পুরুলিয়া জেলা যুব নেতা সুশান্ত মাহাতো সহ শাসকদলের বহু বিশিষ্ট নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!