এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তরবঙ্গে বিজেপিকে আটকাতে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মরিয়া শাসকদল

উত্তরবঙ্গে বিজেপিকে আটকাতে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মরিয়া শাসকদল

গত শনিবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভার বীরপাড়ার জুবিলি ক্লাবের মাঠে তৃণমূল দলের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ,কোচবিহার জেলার রবীন্দ্রনাথ ঘোষ, আলিপুরদুয়ারের জেলা সভাপতি মোহন বসু ও বিধায়ক সৌরভ চক্রবর্তী । সম্মেলনের প্রধান বক্তা ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সৌরভ বাবুর বক্তব্যে একথা খুবই স্পষ্ট যে গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ার জেলায় পরাজয়ের গ্লানি দূর করা এবার জেলা পরিষদ জয়ের মাধ্যমেই সম্ভব। তবে সূত্রের খবর অনুসারে সৌরভ বাবুর বক্তব্য থেকে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বেরও আভাস পাওয়া যাচ্ছে, যা নিয়ে যথেষ্টই দুশ্চিন্তায় শাসকদল। দলের আলিপুরদুয়ারের জেলা সভাপতি মোহন বসু তাঁর ভাষণে জানালেন, আমাদের মধ্যে কোনও বিরোধ নেই। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই এক। যদিও বিধায়ক সৌরভ বাবু দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দের কথা স্বীকার করেন নি । তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি মতো আলিপুরদুয়ারকে জেলা করেছেন। অনেক উন্নয়নের কাজ করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা কিছু দিতে পারিনি। এবারে জিতে এসে জেলা পরিষদ দখল করতে হবে।

কিন্তু শাসকদলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য আশঙ্কা, নাম প্রকাশে অনিচ্ছুক জেলার এক শীর্ষনেতার কথায়, একদিকে যেমন বিজেপি সম্পর্কে মানুষের কাছে নানা বিষয় তুলে ধরা লক্ষ্য ছিল, অন্যদিকে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে আমরা সবাই যে এক সে বার্তাও দেওয়া লক্ষ্য ছিল। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ অন্য, এমনিতেই গোটা উত্তরবঙ্গ জুড়ে, বিষয়ে করে এই জেলায় বিজেপির সংগঠন যথেষ্ট শক্তিশালী। তার উপরে দলের এক শীর্ষ নেতা বিজেপিতে যোগ দেওয়ায়, পঞ্চায়েতের আগেই তাঁর অনুগামীদের ভাঙিয়ে বা আমাদের দলের রেখেই অন্তর্ঘাতের চেষ্টা করবেন। আর তাই পঞ্চায়েতের ফল নিয়ে যথেষ্টই চিন্তিত। সবার আগে দলের বিভীষনদের রুখতে হবে, তবেই পঞ্চায়েতে ভালো ফল সম্ভব, বিশেষ করে আমাদের কাছে খবর আছে, বিজেপির কাছে ‘সম্ভাবনাময়’ জেলাগুলির মধ্যে এই জেলা অন্যতম। আর তাই এখানে গেরুয়া ঝড় থামানো বিশেষ দরকার। কিন্তু যতক্ষন না বিভীষনদের চিহ্নিত করে আটকানো যাচ্ছে, সেই কাজ যথেষ্ট কঠিন হতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!