এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীকে ‘চোরেদের রানী’ বলে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

মুখ্যমন্ত্রীকে ‘চোরেদের রানী’ বলে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের

তাঁদের ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে সম্পর্ক যে সাপে – নেউলে ছিলো তা আলাদা করে বলার দাবি রাখেনা । সেই সম্পর্কের জেরেই আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আক্রমন করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীকে প্রকাশ্য জনসভায় ‘চোরেদের রানি’ সম্বোধন করে দিলীপবাবু বলেন, ভারতবর্ষে এই প্রথমবার কেলেঙ্কারী হয়নি । (আগেও) হাজার হাজার কোটি টাকার লুট হয়েছে । সব থেকে বড় কেলেঙ্কারী তো পশ্চিমবঙ্গে হয়েছে । ৩৫ হাজার কোটি টাকার কোনও হিসাব নেই । (আর) যারা নিয়েছেন তারাই এখন আমাদের চোখ দেখাচ্ছেন । তাদের মন্ত্রী, এম এল এ, এম পি .। আর দিদিমনি তো হচ্ছেন সেই চোরেদের রানি । তিনি বড় বড় কথা বলছেন । পিএনবি ঘটনার ঠিক পরেই ৫০টি জায়গায় রেড হয়েছে । আগে তো কোনও জায়গায় রেড হতো না । আম্বানি পরিবারের গায়ে কেউ হাত লাগাতে পারেনি । সেই আম্বানি পরিবারের একজন গ্রেপ্তার হয়েছেন । যে আইনের জন্য এরা (নীরব মোদী, বিজয় মালিয়া, বিক্রম কোঠারি) অন্য দেশে গিয়ে লুকিয়ে থাকতে পারছে, তা কংগ্রেস আমলে তৈরি হয়েছে । ওদের দেশে ফিরিয়ে আনার জন্য অন্য দেশের সঙ্গে চুক্তি করছে প্রধানমন্ত্রী । আজ মুখ্যমন্ত্রীর কোনও নৈতিক আধিকার নেই বিজেপির দিকে আঙ্গুল তোলার । আমাদের কোনও নেতার বিরুদ্ধে কোনও রকম অভিযোগ নেই। উল্লেখ্য পিএনবি তছরূপ কান্ড প্রকাশ্যে আসার পর বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছিলেন মমতা । তার জবাবে তৎক্ষণাৎ দিলীপ বাবু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জানান, দূর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যেন জ্ঞান না দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!