এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল কংগ্রেস!

বাংলায় এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূল কংগ্রেস!

গত মঙ্গলবার সকাল থেকে কন্ট্রাক্টরের অধীনস্থ হাওড়া উন্নয়ন সংস্থা অর্থাৎ এইচআইটি-তে ৭৯ জন অস্থায়ী কর্মচারী আন্দোলনে সামিল হলেন। তাদের দাবি তাদের কে চুক্তিভিত্তিক নিয়োগ করতে হবে এবং তাদেরকে স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়ভুক্ত করতে হবে। এই দাবি তে তারা ঐদিন হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের অফিসে শ্লোগান দিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীরা বলেন, এইচআইটির কাছে আমাদের দাবি সরাসরি চুক্তির ভিত্তিতে আমাদের নিয়োগ করা হোক। আমরা কন্ট্রাক্টরের অধীনে থাকতে চাইনা। এই কারণে আমরা নিয়মিত মাইনে পাচ্ছিনা। আমাদের দাবিদাওয়া পূরন হচ্ছে না। এই কারণেই আমরা দাবি করছি এইচআইটি মারফত আমাদের প্রত্যেককে অস্থায়ী কর্মচারী পদে চুক্তির ভিত্তিতে নিয়োগপত্র দিতে হবে। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। এই সকল আন্দোলনকারীরা কেউই তৃণমূলের কর্মী নন জেনেও এই অস্থায়ী কর্মচারীদের আন্দোলনের পাশে দাঁড়াল শাসক দল তৃণমূল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল এমপ্লয়ীজ ইউনিয়নের সম্পাদক সঞ্জয় দাস বললেন, আমরা বিষয়টি চেয়ারম্যানকে জানিয়েছি। উনি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন। শাসক দলের হস্তক্ষেপে আন্দোলন কী আকার নেয় জনগন সেদিকে তাকিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!