এখন পড়ছেন
হোম > অন্যান্য > পাকিস্তানের জন্ম থেকে বক্সার বিদ্রোহ – একনজরে ইতিহাসের পাতায় লেখা আজকের দিনের সেরা ঘটনাগুলি

পাকিস্তানের জন্ম থেকে বক্সার বিদ্রোহ – একনজরে ইতিহাসের পাতায় লেখা আজকের দিনের সেরা ঘটনাগুলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ১৪ই আগস্ট। এই দিনটি প্রতিবছর ফিরে ফিরে আসে। কোনো কোনো বছরে এই দিনটি নিছকই একটি সাধারণ দিন।আবার কোনো কোনো বছরে এই দিনটি বিশেষ ভাবে দাগ রেখে গেছে ইতিহাসের ধূসর পাতায়। চলুন, এক নজরে জেনে নিই ইতিহাসের পাতা উল্টে এই দিনটির বুকে ঘটে যাওয়া কিছু অমলিন ঘটনা –

১. ১৪৩৭ সালে আজকের দিনে মুদ্রণ যন্ত্রের আবিষ্কার হয়েছিল।

২. ১৮২৫ সালে আজকের দিনে বৃটিশ পদার্থ বিজ্ঞানী ও রসায়নবিদ মাইকেল ফ্যারাড অপরিশোধিত তেল থেকে পেট্রোল আবিস্কার করতে সক্ষম হন৷

৩. ১৯০০ সালে আজকের দিনেই ২০০ মার্কিন নৌ-সেনা পিকিং দখল করে নিলে বক্সার বিদ্রোহের সমাপ্তি ঘটে।

৪. ১৯৪১ সালে আজকের দিনে রুজভেল্ট ও চার্চিল আটলান্টিক চার্টার নামক শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।

৫. ১৯৪৭ সালে আজকের দিনটিতে ভারত বিভক্তির মাধ্যমে পৃথক পাকিস্তান রাষ্ট্রের উদ্ভব হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৬. ১৯৩১ সালে আজকের দিনে ইলা সেন ও মীরা দেবী নামে কুমিল্লার অষ্টম শ্রেণীর দুই ছাত্রী ব্রিটিশবিরোধী সংগ্রামে যুক্ত হয়ে কুমিল্লার ম্যাজিস্ট্রেট সিজি স্টিভেন্সকে গুলি করে হত্যা করে।

৭. ১৮৬৭ সালে আজকের দিনে নোবেলজয়ী ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার জন গলসওয়ার্দ জন্মগ্রহণ করেন।

৮. ১৯৩৫ সালে আজকের দিনে নোবেলজয়ী ফরাসি পদার্থবিদ ফ্রেদেরিক জুলিও কুরি প্রয়াত হন।

৯. ১৭৬২ সালে আজকের দিনে ইংল্যান্ডের নৌবাহিনী হাভানা দখল করে।

১০. ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিম পর্যায়ে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!