এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে দলীয়স্তরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা – আগে ভোটে জেতা, সংগঠনের কাজ, পরে বাকি কথা!

উত্তরবঙ্গে দলীয়স্তরে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা – আগে ভোটে জেতা, সংগঠনের কাজ, পরে বাকি কথা!

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর বঙ্গের প্রশাসনিক বৈঠকের জন্য উপস্থিত ছিলেন। 2019 এর লোকসভা ভোটে উত্তরবঙ্গ থেকে কার্যত মুছে গেছে তৃণমূল কংগ্রেস। যদিও লোকসভা ভোটের সময় বারংবার তৃণমূল কংগ্রেস উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি নিজে ভোটের প্রচার করেছিলেন উত্তরবঙ্গে। কিন্তু তা সত্বেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছিল তৃণমূল সরকারের থেকে। তাঁরা একেবারে পেছনের সারিতে চলে যায় উত্তরবঙ্গে।

এবার আবার 2021 এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিচ্ছেন। আর সেই প্রসঙ্গেই উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিলেন ভোট প্রচার ও সংগঠনের কাজ নিয়ে। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে এসে মুখ্যমন্ত্রী পাঁচদিন কার্শিয়াং-এ দিন যাপন করেন। কিন্তু কার্শিয়াং-এ থাকলেও শিলিগুড়ি পুলিশ প্রশাসন বা সরকারি প্রকল্প নিয়ে তিনি একটাও কথা বলেননি। এমনকি দল নিয়েও কোনো উচ্চবাচ্য করেননি তিনি।

দলীয় সূত্রের খবর, দার্জিলিং এর মতন শিলিগুড়িকেও কড়া বার্তা দেওয়া হয়েছে ভোটে জেতা এবং সংগঠনের কাজ নিয়ে। মুখ্যমন্ত্রী সফরের থাকাকালীনই গত বৃহস্পতিবার দলের জেলা সভাপতি রঞ্জন সরকার অন্য নেতাদের নিয়ে শহরের পূর্ত দপ্তরের বাংলোয় বৈঠক করেন উত্তরবঙ্গ জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস। সেই বৈঠকে উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান গৌতম দেবও ছিলেন। এই বৈঠকে সংগঠনের কাজকেই বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে। সেখানেই স্পষ্ট করা হয়েছে, আগে ভোটে জেতা এবং সংগঠনের কাজ করে দেখানো হোক, তারপরে বাকি কথা হবে।

দলীয় সূত্রের খবর, ছট পুজোর পর উত্তরবঙ্গে নতুন কোর কমিটি তৈরি হবে। আর এরপরই জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাস শিলিগুড়ির রাস্তায় নেমে সাংগঠনিক কাজ করার নির্দেশ দিয়েছেন। শিলিগুড়ি হিলকার্ট রোড এর সেবক রোডের দলীয় অফিসটি সকাল 9 টা থেকে রাত 9 টা পর্যন্ত খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাথে স্থানীয় নেতৃত্বকে এনআরসি বিরোধিতা, ডিজিটাল মাধ্যমে দলের প্রচার, বাম বোর্ডকে লাগাতার আক্রমণের মাধ্যমে ভোটের প্রচার চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে স্থানীয় সূত্রের খবর, এদিন শহরের কিছু নেতাকে দুপুরে না ঘুমিয়ে শহর ঘুরে বেড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফ থেকে। একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করার নির্দেশ দেওয়া হয়েছে শহরের বাসিন্দাদের অভিযোগ শোনার জন্য। পাশাপাশি দলের পুরোনো এবং নতুন অংশ যাতে একসঙ্গে সার্বিকভাবে সংগঠনের কাজ করে তার দিকে নজর দিতে বলা হয়েছে‌। আর এরপরেই, সমস্ত দিকে নজর দিয়ে গত দুদিন ধরে শহরে তৃণমূল দলের জেলা সভাপতি রঞ্জন সরকার ঘোরাঘুরি শুরু করেছেন।

সঙ্গে আছেন প্রবীণ নেতা প্রতুল চক্রবর্তী, মদন ভট্টাচার্য ও যুব সভাপতি বিকাশ সরকারের মতন তরুণ নেতা। এদিন রঞ্জন সরকার বলেন, “শিলিগুড়ি শহর থেকে গ্রামে নাগরিক পরিষেবা ভেঙে পড়েছে। ভাইফোঁটা শেষ হতেই আমরা শিলিগুড়ি জুড়ে রাস্তায় নামছি।” শিলিগুড়িতে বিধানসভা ভোট সর্বশেষ জিতেছিল তৃণমূল 2011 সালে। কিন্তু তারপর থেকে শিলিগুড়ির ভোটব্যাঙ্কে নেমেছে ধ্বস। 2016 বিধানসভা, লোকসভা, শিলিগুড়ির পুরসভা, মহকুমা পরিষদের কোন জায়গাতেই শাসকদল স্থান পায়নি।

বিরোধীদের দাবি, পঞ্চায়েত স্তরে তৃণমূল একাধিক বোর্ড দখল করলেও পুরসভা এবং মহকুমা পরিষদে তৃণমূল সেভাবে কিছু করতে পারেনি। আর এই জায়গাতেই তৃণমূল রাজ্য নেতৃত্ব যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। দলীয় সূত্রের খবর, দলীয় কোন্দল, ভোটে শহরে কিছু নেতাদের সক্রিয়তার অভাব নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। এছাড়াও গ্রামীণ এলাকার একাধিক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসলেও সঠিক সময়ে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে। সেসব খামতি সরিয়ে দিয়ে এবার সরাসরি নতুন করে দল গোছানোর জন্য তৃণমূল ময়দানে নেমেছে।

উত্তরবঙ্গ নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা ছিল। বরাবরই উত্তরবঙ্গের উন্নয়নের দিকে জোর দিয়েছেন তিনি। কিন্তু উন্নয়নে জোর দিলেও দলীয় স্তরে যে ভাঙ্গন দেখা গেছে, তার ফল লোকসভা ভোটের ফলে প্রকাশ পেয়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, তৃণমূল নেতৃত্ব বিধানসভা ভোটের দিকে নজর রেখে যেভাবে কড়া ভাষায় দলীয় স্তরকে নির্দেশ দিয়েছেন তা অত্যন্ত উল্লেখযোগ্য। আপাতত উত্তরবঙ্গে তৃণমূলের রাজনৈতিক পরিস্থিতি বোঝা যাবে 2021 এর বিধানসভা ভোটে। সেদিকেই নজর রেখে দলীয় সংগঠনের কাজে মনোনিবেশ করেছে শাসকদল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!