কৃষি, শিল্পে নজর দেবার পর এবার মন্তব্য করে প্রাদেশিক বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল সদ্য হওয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জাতীয় December 19, 2018 ক্ষমতায় আসার কয়েক ঘন্টার মধ্যেই সেখানকার মানুষদের কৃষি ঋণ মুকুব করে সকলের মন কেড়েছিলেন মধ্যপ্রদেশের কংগ্রেসি মুখ্যমন্ত্রী কমলনাথ। কিন্তু রাজনীতির পথ যে মসৃণ নয় তা জানেন প্রত্যেকেই। আর তাইতো সুন্দর পথে চলতে চলতে এবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিজেই নিজের বিপদ ডেকে আনলেন। হঠাৎ করেই তিনি এদিন এমন কিছু আলটপকা মন্তব্য করে বসলেন যা সত্যিই সকলের সমালোচনার মুখে বসিয়ে দিল তাঁকে। প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবারই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে কমলনাথ ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে দুলক্ষ টাকা পর্যন্ত এখানকার কৃষকদের কৃষি ঋণ মুকুবের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন। তবে শুধু কৃষি ঋণ মুকুবই নয়, নির্বাচনের আগে দেওয়া অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে কর্মসংস্থান, মহিলাদের নিরাপত্তা দেওয়ার মত প্রতিশ্রুতি গুলিকেও এবার রক্ষা করতে উদ্যোগী হওয়া মধ্যপ্রদেশের এই কংগ্রেসি মুখ্যমন্ত্রী বিতর্কিত মন্তব্য করে ফের শিরোনামে চলে আসলেন। কিন্তু কি এমন মন্তব্য করলেন কমলনাথ? আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - সূত্রের খবর, এদিন শিল্প এবং কর্মসংস্থানের প্রসঙ্গে বলতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “এখানে অনেক শিল্প আছে, যেখানে উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দারা এসে কাজ করছেন। আমি তাঁদের সমালোচনা করতে চাই না। কিন্তু এতে মধ্যপ্রদেশের যুবক-যুবতীরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন।” আর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর এহেন প্রাদেশিক মন্তব্য নিয়েই এবার ছড়িয়ে পড়ল বিতর্ক। যার সমালোচনায় সরব হয়েছেন বিজেপিও। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথের মন্তব্যের সমালোচনা করে বিহারের বিজেপি নেতা তথা কেন্দ্রের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পমন্ত্রী গিরিরাজ কিশোর বলেন, “এই মন্তব্যের দ্বারা ঠিক কি বোঝাতে চেয়েছেন কমলানাথ তা তাকে ব্যাখ্যা করতে হবে। বিহারের বাসিন্দারা যেখানেই যান সেই রাজ্যের উন্নতির জন্য কাজ করেন। কিন্তু কমলনাথের এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে উত্তরপ্রদেশ, বিহারের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত।” সব মিলিয়ে শপথ গ্রহণের পরে ভালো কাজ করলেও এবার প্রাদেশিক মন্তব্য নিয়ে বিতর্কে জড়িয়ে পড়লেন মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমলনাথ। আপনার মতামত জানান -