এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েট মন্ত্রীর জয় নিয়ে সংশয়, আদালতে রাহুল! বাড়ছে জল্পনা!

হেভিওয়েট মন্ত্রীর জয় নিয়ে সংশয়, আদালতে রাহুল! বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শুরুটা হয়েছিল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র নিয়ে। এই বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করে শুভেন্দু অধিকারীর জয় নিয়ে প্রশ্ন তুলে প্রথম হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সেই মামলা চলছে। পরবর্তীতে তৃণমূলের পক্ষ থেকে আরও একাধিক পরাজিত প্রার্থী তাদের পরাজয় নিয়ে প্রশ্ন তুলে ভোট গণনায় কারচুপির কথা তুলে ধরে হাইকোর্টের দ্বারস্থ হন। এদিকে তৃণমূলের পাল্টা বিজেপির পক্ষ থেকেও বেশ কিছু বিধানসভা কেন্দ্রের ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করা হয়। এমনকি অনেকে আদালতের দ্বারস্থও হয়েছিলেন।

আর এবার ভোট গণনায় সংশয় প্রকাশ করে আদালতের দ্বারস্থ হলেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হাবরা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিট লড়াই করে পরাজিত হওয়া রাহুল সিনহা। স্বভাবতই ভোটের ফলাফল মে মাসের 2 তারিখ প্রকাশ হলেও, এতদিন পর রাহুল সিনহার সেই ফলাফল নিয়ে সংশয় প্রকাশ এবং আদালতের দ্বারস্থ হওয়াকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এই হাবরা বিধানসভা কেন্দ্রে রাজ্যের বর্তমান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে 3 হাজার 841 ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। আর তারপরই সেই বিধানসভা কেন্দ্রের ফলাফল যাতে পুনর্গণনা করা হয়, তার জন্য আদালতে মামলা করেন তিনি। বর্তমান পরিস্থিতিতে আগামী আগস্ট মাসের 9 তারিখে এই মামলার শুনানি হতে পারে বলে খবর। স্বভাবতই এই পরিস্থিতিতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জয় নিয়ে সংশয় প্রকাশ করে রাহুল সিনহার এই ধরনের মামলা এবং তার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে শুনানি পর্বে কি উঠে আসে, তার দিকে লক্ষ্য রয়েছে সকলের।

বিশেষজ্ঞরা বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে এমন অনেক বিধানসভা কেন্দ্র রয়েছে, যেখানে কাঁটায় কাঁটায় টক্কর হয়েছে। কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছে শাসক দল, আবার কিছু ভোটের ব্যবধানে জয়লাভ করেছে বিরোধী দল। আর এই পরিস্থিতিতে নন্দীগ্রাম সহ একাধিক বিধানসভা কেন্দ্রের ভবিষ্যৎ যখন কোর্টের হাতে, ঠিক তখনই হাবরা বিধানসভা কেন্দ্রে পরাজিত হওয়া বিজেপির রাহুল সিনহা সেখানকার ফলাফলে সংশয় প্রকাশ করে প্রশ্ন তুলে দিলেন।তবে ভোটের ফলাফল বহুদিন আগে প্রকাশ করা হলেও, নির্দিষ্ট সময়ের পরে রাহুল সিনহার এই বিলম্বিত বোধোদয় নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তবে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, শেষ পর্যন্ত এই ব্যাপারে আদালতের পক্ষ থেকে কি নির্দেশ আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!