এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের ১০ বছর নাকি বিজেপির ঊনিশের প্রতিশ্রুতি – এর উপরেই ভাগ্য নির্ধারণ একুশের বিধানসভায়?

তৃণমূলের ১০ বছর নাকি বিজেপির ঊনিশের প্রতিশ্রুতি – এর উপরেই ভাগ্য নির্ধারণ একুশের বিধানসভায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দেওয়া প্রতিশ্রুতি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। নাগরিকত্ব আইন লাঘু করা নিয়ে মতুয়ারা ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে। তাই নিয়েই যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল। আর এবার উত্তরবঙ্গের জলপাইগুড়ির মানুষ গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মিথ্যে প্রতিশ্রুতির কারণে। প্রসঙ্গত, প্রতিটি বর্ষায় জলপাইগুড়ি শহরের বিরাট একটি অংশ করলা নদীর জলে প্লাবিত হয়। নিকাশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। ঘরে জল ঢুকে যায়, বিশেষ করে জলপাইগুড়ি শহরের এক নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি, হাসপাতাল পাড়া, মহন্ত পাড়া, পান্ডাপাড়া, কংগ্রেস পাড়া, পরেশ মিত্র কলোনি বন্যার জলে প্লাবিত হয়।

এছাড়া আরও বেশ কিছু অংশে করোলা নদীর জল ঢুকে পড়ে। শহরের বিভিন্ন অংশে নিকাশি ঠিক না থাকায় বর্ষা চলে গেলেও জল দাঁড়িয়ে থাকে। লোকসভা নির্বাচনের ভোট চাইতে এসে গেরুয়া শিবির মানুষকে এই দুর্ভোগ থেকে রেহাই দেবার কথা বলেছিল। কিন্তু গত আড়াই বছরে বিন্দুমাত্র রেহাই মেলেনি এই দুর্ভোগ থেকে বাসিন্দাদের। আর বিধানসভা ভোটের মুখে এসে বাসিন্দারা তাঁদের ক্ষোভ উগরে দিচ্ছে। আর তৃণমূল শিবির গেরুয়া শিবিরের এই মিথ্যে প্রতিশ্রুতিকেই হাতিয়ার করে এবার অস্ত্র তৈরি করছে। এ প্রসঙ্গে ভুক্তভোগীরা জানিয়েছেন, বৃষ্টি হলে ঘরে জল ঢুকে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্ষার সময় ঘর বন্দী হয়ে থাকতে হয়। এ প্রসঙ্গে তৃণমূল নেতা তথা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করতে গেরুয়া শিবির পারদর্শী। কিন্তু মানুষের জন্য কিছুই করেনি তাঁরা। পাশাপাশি তৃণমূল শিবির থেকে জানানো হয়েছে, নিকাশী উন্নয়নের জন্য এবার আইআইটি খড়গপুর এর সহযোগিতা নিয়ে নকশা বানানোর কাজ হয়েছে। অন্যদিকে বিজেপির জলপাইগুড়ি জেলার সহ-সভাপতি অলক চক্রবর্তী জানান, বিজেপি এমপি জয়ন্ত রায় বারবার কাজ করতে চেয়েছেন।

কিন্তু তাঁকে পুলিশ দিয়ে করোনার মধ্যে নজরবন্দি করে রাখা হয়েছিল বাড়িতে। পাশাপাশি তিনি জানিয়েছেন, জল নিকাশি নিয়ে কেন্দ্রীয় স্তরে কথা হয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, জলপাইগুড়ি জেলার সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বড়োসড়ো অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এবং যা প্রয়োগ করতে তৎপর ঘাসফুল শিবির। সেক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে গেরুয়া শিবির জিতবে এবার, নাকি তৃণমূল শিবির আবারও ক্ষমতায় আসবে, সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!