এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > তৃণমূলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন প্রাক্তন সাংসদ

তৃণমূলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে শোরগোল ফেলে দিলেন প্রাক্তন সাংসদ

এমনিতেই শাসকদলের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগের আঙুল তোলে বিরোধী দলগুলি। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক তৃণমূলের বিরুদ্ধে এক অন্যরকম অভিযোগ আনল বিরোধী দল বিজেপি। এদিন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অভিযোগ করেন তৃণমূলের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার।

যথারীতি এই অভিযোগ নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি অনুষ্ঠান মঞ্চের সিড়ির রং কে ঘিরে এই বিতর্ক সৃষ্টি হয়েছে। জাতীয় পতাকার রঙে রাঙানো সিঁড়িতে পা দিয়ে ওঠায় এই বিতর্কের সূত্রপাত।

এদিন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তাঁরা জাতীয় পতাকা অবমাননা করেছে। এই অবমাননার প্রমাণ হিসেবে তিনি একটি ছবি ফেসবুকে আপলোড করেছেন।

বৃহস্পতিবার যে ছবিটি অনুপম হাজরা তার ফেসবুক পেজে পোস্ট করেন, তাতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান মঞ্চ এবং তার সিঁড়ি জাতীয় পতাকার রঙে রাঙানো। এই সিঁড়িতে পা দিয়েই যথারীতি সবাইকে মঞ্চে উঠতে হবে। এবং মঞ্চটির ওপর ব্যানার দেখেই বোঝা যাচ্ছে এটি তৃণমূল দলের অনুষ্ঠান। খুব স্বাভাবিকভাবেই এই ইস্যুতে আক্রমণ করেছে অনুপম হাজরা।

অনুপম হাজরা ফেসবুকে লিখেছেন, এই ছবিটি চাপড়ার একটি অনুষ্ঠানের। যার উদ্যোক্তা তৃণমূল দল। সোশ্যাল মিডিয়ায় অনুপাম হাজরা আরও লিখেছেন, ‘গতকাল কালীপূজার প্রতিমা নিরঞ্জনের জন্য চাপরা ব্লক তৃণমূলের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছিল।

সেই মঞ্চে ওঠার সিঁড়ি আমাদের জাতীয় পতাকার কালার কম্বিনেশনে তৈরি করা হয়েছিল, যাতে সেই সিঁড়িতে পদধূলি দিয়ে তৃণমূলের জাতীয়তাবাদী নেতারা মঞ্চে উঠতে পারে। এটা কি চাপরার লজ্জা? নাকি বাংলার লজ্জা? নাকি দেশের লজ্জা?তবে এদিন এই ছবি পোস্ট করার সাথে সাথে ভাইরাল হয়ে যায় পোষ্টটি। কমেন্ট বক্সে নিন্দার ঝড় বয়ে যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

অন্যদিকে সূত্রের খবর, কিছুদিন আগেই অনুপম হাজরার কাছে একটি হুমকি ফোন আসে। যে ফোনের মাধ্যমে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপরেই নিরাপত্তা বাড়ানোর দাবিতে অনুপম হাজরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেন। এমনকি কলকাতার সাইবার ক্রাইমেও তিনি একটি আবেদন জানান।

জানা গেছে, গত 10 অক্টোবর রাত 12 টা 58 মিনিটে একটি অচেনা নম্বর থেকে ফোন করে তাঁকে হুমকি দেওয়া হয়। অচেনা নম্বরটিও অনুপম রায় তাঁর আবেদন পত্রে উল্লেখ করে দিয়েছেন। দ্বিতীয় ফোনটি আসে, রাত দেড়টা নাগাদ। তবে সেটি অন্য নাম্বার থেকে। এই সম্পূর্ণ ঘটনাগুলো ঘটেছে যখন অনুপম হাজরা কলকাতায় ছিলেন।

তবে হুমকি ফোন জনিত ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। অন্যদিকে, জাতীয় পতাকা অবমাননার ইস্যুতে বিজেপি নেতা অনুপম হাজরার অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত কোন তৃণমূল নেতা বা নেতৃস্থানীয় কারোর কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। অন্যদিকে, জাতীয় পতাকা অবমাননার ঘটনাটি সামনে আসতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের তরফে জানা গেছে, জাতীয় পতাকার সম্মান রক্ষা করা প্রত্যেকের উচিত। সে ব্যক্তিই হোক বা যে কোন সংগঠনই হোক। প্রত্যেকেরই দেখা দরকার আজকের দিনে যেন আমাদের জাতীয় পতাকা কোন অসম্মান না পায়। আপাতত সমস্ত বিষয়টির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!