এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃনমূল মানেই চোর নয়” আত্মপক্ষ সমর্থনে বড় বার্তা হেভিওয়েট মন্ত্রীর!

“তৃনমূল মানেই চোর নয়” আত্মপক্ষ সমর্থনে বড় বার্তা হেভিওয়েট মন্ত্রীর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হতেই তৃণমূল দলকে “চোর” বলে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি তৃণমূলের কাছে যথেষ্ট অস্বস্তিকর হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি তৃণমূলের 19 জন প্রভাবশালী নেতা মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে আদালতে মামলা হয়েছে। আর সেই মামলার পরিপ্রেক্ষিতে ইডিকে পক্ষ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে বড় বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা। যেখানে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, “পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন, তাতে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর।” স্বাভাবিকভাবেই পার্থ চট্টোপাধ্যায়ের ঘটনাকে তৃণমূল সমর্থন না করলেও, যেভাবে বিভিন্নভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে, সেই বিষয় নিয়ে প্রতিবাদ জানালেন এই হেভিওয়েট মন্ত্রী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!