এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলের যোগ দিচ্ছেন না অর্জুন” স্পষ্ট জানালো ঘাসফুল শিবির!

“তৃণমূলের যোগ দিচ্ছেন না অর্জুন” স্পষ্ট জানালো ঘাসফুল শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছে অর্জুন সিংহকে নিয়ে। বিজেপির একাংশের বিরুদ্ধে তার মন্তব্য এবং তার তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে কার্যত আলোড়ন পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। অনেকেই বলছেন, অর্জুন সিংহের তৃণমূলে যোগ দেওয়ার শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে অর্জুন সিংহ যে কোনোভাবেই তৃণমূলে যোগ দিচ্ছেন না, তা স্পষ্ট করে দিলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।

সূত্রের খবর, এদিন দিল্লিতে সর্বভারতীয় সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগে ফের আরও একবার বিজেপির বিরুদ্ধে মন্তব্য করেছেন অর্জুন সিংহ। আর তারপরেই তিনি খুব দ্রুত তৃণমূলে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়। যদিও বা এই ব্যাপারে সমস্ত সম্ভাবনা নস্যাৎ করে দিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।

এদিন তিনি বলেন, “সাংসদ কেন দিল্লিতে গিয়েছেন, তা তাদের দলের ব্যাপার। সেই বিষয়ে তৃণমূলের কিছু বলার নেই। কিন্তু যে জল্পনা শোনা যাচ্ছে যে, এবার হয়তো তৃণমূলে ফিরে আসতে পারেন অর্জুন সিংহ, সেই জল্পনা একেবারেই সত্যি নয়। কারণ দলের মধ্যে এই সংক্রান্ত আলোচনা এখনও পর্যন্ত হয়নি। তৃণমূলে থাকাকালীন ব্লাকমেইল করেছে, বর্তমানে বিজেপিকেও ব্ল্যাকমেইল করছে। ভাগে কম পড়ায় এই দলবদলের হুমকি অর্জুন সিংহের অভ্যাস। তৃণমূলে থাকাকালীন তিনি এইরকম করেছিলেন এবং বিশেষ কিছু না করতে পেরে দলবদল করেন।” স্বভাবতই তৃণমূল বিধায়ক যে অর্জুন সিংহের তৃণমূলে প্রবেশের ব্যাপারে সমস্ত সম্ভাবনা নস্যাৎ করে দিলেন, তা বলাই যায়। পাশাপাশি অর্জুন সিংহকে কটাক্ষ করে শোরগোল ফেলে দিলেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!