এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “তৃণমূলকে ছুড়ে ফেলার ভোট” গণতন্ত্রের উৎসবে বড় দাবি হেভিওয়েটের!

“তৃণমূলকে ছুড়ে ফেলার ভোট” গণতন্ত্রের উৎসবে বড় দাবি হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ গোটা দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের নয়টি লোকসভা কেন্দ্রেও আজ হচ্ছে নির্বাচন। পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজই। আর সকাল সকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

প্রসঙ্গত, আজ সল্টলেকের এপিজে স্কুলে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন শমীক ভট্টাচার্য। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এই ভোট তৃণমূলকে ছুঁড়ে ফেলার ভোট।” অর্থাৎ রাজ্যের শাসক দল বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থীদের দেখে বিক্ষোভ করলেও, তাদের যে জনভিত্তি নেই, তা স্পষ্ট করে দিলেন এই বিজেপি নেতা। পাশাপাশি মানুষ যে তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবেন, সেই কথাও উঠে এলো শমীকবাবুর বক্তব্যের মধ্যে দিয়ে। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!