এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিপাকে পড়তে চলেছেন এইসব নেতারা, হতে চলেছেএফ আই আর

বিপাকে পড়তে চলেছেন এইসব নেতারা, হতে চলেছেএফ আই আর


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয় শিলিগুড়িতে গত সোমবার। অভিযানের সময় গুরুতর আহত হয়ে মৃত্যু ঘটে বিজেপি কর্মী উলেন রায়ের। যা থেকে ব্যাপক চাপানউতোর শুরু হয় রাজ্যের রাজনৈতিক মহলে। এবার এক ঝাঁক হেভিওয়েট বিজেপি নেতার নামে এফআইআর দায়ের করেছে শিলিগুড়ি পুলিশ। উত্তরকন্যা অভিযানে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় শিলিগুড়িতে। শিলিগুড়ির তিনবাত্তি মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোবার চেষ্টা করলে, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের সংঘর্ষ বাঁধে। এলাকায় অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হয়। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করে দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিজেপি কর্মীরা পুলিশের দিকে ইট ছোড়ে। এরপর বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। দুপক্ষের আক্রমণে ও পাল্টা আক্রমণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় গুরুতর আহত হয়ে পড়েছিলেন বিজেপি কর্মী উলেন রায়।

আহত বিজেপি কর্মী উলেন রায়কে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতি মহল। বিজেপি অভিযোগ করেছে, পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের রিপোর্টে জানান হয়েছে যে, যে শটগানের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে, তেমন শটগান পুলিশ ব্যবহার করে না। আবার, গতকাল রানীগঞ্জের জনসভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, বিজেপি নিজে মিছিল করে নিজেই লোককে মারে।

আপনার মতামত জানান -

এরপর, কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সহ বেশকিছু বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে শিলিগুড়ি পুলিশ। তাদের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ রয়েছে। এর মধ্যে দুটি অভিযোগ নিউ জলপাইগুড়ি থানায়, একটি শিলিগুড়ি থানায় দায়ের করা। বিজেপি নেতাদের বিরুদ্ধে হিংসা ছড়ানো, অশান্তি সৃষ্টি, ট্রাফিক গার্ড ভাঙচুর করা, সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশকে নিগ্রহ করা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ফলে আইনি জটিলতায় পড়তে চলেছেন কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ সহ একাধিক বিজেপি নেতা, এমনটাই বিভিন্ন বিশ্লেষকদের মতামত। তবে, রাজ্যের পুলিশ নিরপেক্ষ নয়, শাসকদলের দলদাসে পরিণত হয়েছে, এমন অভিযোগ বিজেপি বারবার করেছে। কাল উলেন রায়ের মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্য প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় জানান, ” মমতাজির পুলিশ মিথ্যেবাদী। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!