এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূলের নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেই অপেক্ষা করছে কঠোর শাস্তি?

তৃণমূলের নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললেই অপেক্ষা করছে কঠোর শাস্তি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সাংগঠনিক ভিতকে শক্তিশালী করতে বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি জেলায় তৃণমূলের পক্ষ থেকে নয়া জেলা কমিটি গঠন করা হয়েছে। আর সেই জেলা কমিটি গঠনের সাথে সাথেই দেখা গেছে বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতাকর্মীদের বিদ্রোহ। স্বাভাবিক ভাবেই নতুন কমিটি গঠন করে নানা নেতা কর্মীদের বিদ্রোহ সামনে আসায় অস্বস্তিতে পড়তে হচ্ছে তৃণমূলের জেলা এবং রাজ্য নেতৃত্বকে।

কিন্তু এইভাবে চলতে থাকলে বিধানসভা নির্বাচনের মুখে যে বড়সড় অস্বস্তিতে পড়বে শাসকদল, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে এবার নতুন কমিটির সমালোচনা করলে এবং দলের বাইরে কেউ মুখ খুললে তার বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের কাছে রিপোর্ট পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী।

অর্থাৎ মৃদুলবাবুর এই কথার মধ্যে দিয়েই কার্যত পরিষ্কার যে, নতুন কমিটি নিয়ে যেভাবে একের পর এক মতানৈক্য তৈরি হয়েছে, তা যাতে আর না হয়, সেটা বন্ধ করতেই জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, আলিপুরদুয়ার জেলার তৃণমূলের নতুন জেলা কমিটি এবং ব্লক কমিটি ঘোষণা হওয়ার কিছুদিনের মধ্যেই নিজের পদ ছেড়ে দেওয়ার কথা বলেছেন আলিপুরদুয়ার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আশিস দত্ত।

একইভাবে ব্লক কমিটিতে জায়গা পেয়েও সাংবাদিক সম্মেলন করে দলীয় পদ ছেড়ে দেওয়ার কথা শোনা গেছে ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাসের গলায়। স্বাভাবিক ভাবেই একের পর এক নেতা, নেত্রী যখন দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজের পদ থেকে সরে যাওয়ার কথা জানাতে শুরু করেছেন, তখন তা নিয়ে ব্যাপক অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে গোটা ব্যাপারটিকে বন্ধ করতে এবং দলের নেতাকর্মীদের বাইরে মুখ খোলা থেকে বিরত রাখতে জেলা তৃণমূলের সভাপতি এই ধরনের কড়া পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী বলেন, “জেলা ও ব্লক কমিটি রাজ্য নেতৃত্ব তৈরি করেছে। কমিটি নিয়ে কারও কোনো আপত্তি থাকলে, তা দলের কাছে জানাতে পারে। আমাকেও জানাতে পারে। কিন্তু যারা সংবাদমাধ্যমে বিবৃতি দিচ্ছেন, তাদের দলের প্রতি কতটা আনুগত্য আছে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।”

আর তারপরই যদি কেউ বর্তমানে দলের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মুখ খোলে, তার বিরুদ্ধে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামী। তিনি বলেন, “সামনেই ভোট। তাই এইসব ক্ষোভ-বিক্ষোভ আর বরদাস্ত করা হবে না। দলের প্রতি আনুগত্য না দেখিয়ে যারা কমিটি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ দেখাচ্ছেন ও বিবৃতি দিচ্ছেন, তাদের রিপোর্ট তৈরি করা হচ্ছে। তা রাজ্যে পাঠানো হবে।”

অর্থাৎ মৃদুল গোস্বামী এই ধরনের মন্তব্যের মধ্যে দিয়ে ভবিষ্যতে যাতে কেউ দলের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো মন্তব্য না করেন, তা থেকে সকলকে বিরত থাকার বার্তা দিলেন। এখন মৃদুল গোস্বামীর এই বার্তা কতটা কাজে দেয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!