এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ক্রমশ বাড়ছে অভিমান! নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী !

ক্রমশ বাড়ছে অভিমান! নিজেকে ক্রমশ গুটিয়ে নিচ্ছেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কোচবিহার জেলার নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই বিদ্রোহ ঘোষণা করতে দেখা গিয়েছে দুই তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী এবং হিতেন বর্মনকে। আর এবার বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল বিধায়কদের আরও বেশি করে দলের সক্রিয় থাকতে বলা হচ্ছে, ঠিক তখনই নিজের বিধানসভা এলাকার বাইরে আর কোনো কর্মকাণ্ড না করার কথা শোনা যাচ্ছে শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের গলায়। যাকে নিয়ে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে।

সূত্রের খবর, বৃহস্পতিবার শীতলকুচি বিধানসভার গোসাইরহাট থেকে ডাকঘর বাজার পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। আর সেই মিছিলে যোগ দেওয়ার আগেই এই কথা জানিয়ে দেন শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মন। স্বভাবতই জেলার একজন গুরুত্বপূর্ণ বিধায়ক হয়ে কেন শুধুমাত্র নিজের বিধানসভা কেন্দ্রে সীমাবদ্ধ থাকবেন হিতেনবাবু! তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি দলের সাম্প্রতিক গঠিত জেলা কমিটি নিয়ে তিনি খুব একটা খুশি নন! আর তাই নিজের বিধানসভার বাইরে বেরিয়ে তিনি আর কর্মসূচি করবেন না বলে জানিয়ে দিলেন?

সূত্রের খবর, বৃহস্পতিবার শীতলখুচি ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত এলাকার হাজার হাজার দলীয় কর্মী সমর্থক নিয়ে গোসাইরহাট থেকে একটি মিছিল শুরু হয়। পরবর্তীতে ডাকঘর হাইস্কুল মাঠে গিয়ে সেই মিছিল শেষ হয়। আর সেখানেই নিজের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে বিবৃতি দেন তৃণমূল বিধায়ক হিতেন বর্মন।

তিনি বলেন, “আমি নিজেকে বিধানসভা এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। দু’দিন আগে জেলা কমিটির মিটিংয়ে দলীয় কর্মসূচি থাকায় যেতে পারিনি। জেলা রাজনীতিতে আমি আর নিজেকে জড়াব না। জেলা নেতৃত্ব দলের বিষয়টি দেখবে। একই সঙ্গে ব্লকের দায়িত্বে যারা রয়েছেন, তারাই ব্লকের কর্মসূচি ঠিক করবেন। আমার কাছে পরামর্শ চাইলে তাদের সেই পরামর্শ দেব। তবে অনেকেই নানা মন্তব্য করছেন। আমি পরিষ্কার বলছি, আমি তৃণমূলেই আছি এবং তৃণমূলের হয়েই কাজ করব। দল যা সিদ্ধান্ত নিয়েছে, আমি তা মেনে চলব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, কোচবিহার জেলার নতুন কমিটি ঘোষিত হতে না হতেই প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়ে দলের সমস্ত পদ থেকে সরে যাওয়ার কথা শোনা গিয়েছিল কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামীর গলায়। একইভাবে জেলা সভাপতি ব্লকের দায়িত্ব যাদেরকে দিয়েছেন, সেই ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছিলেন শীতলকুচি তৃণমূল বিধায়ক হিতেন বর্মন।

স্বাভাবিক ভাবেই দুই তৃণমূল বিধায়কের এহেন বিদ্রোহ ঘোষণা নিয়ে নিঃসন্দেহে অস্বস্তিতে পড়েছিল তৃণমূলের জেলা নেতৃত্ব। আর এবার যেভাবে শুধুমাত্র নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন বলে জানিয়ে দিলেন হেভিওয়েট তৃণমূল বিধায়ক, তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে হিতেন বর্মনের এই রকম বক্তব্য আগামীদিনে কোচবিহার জেলা রাজনীতিতে তৃণমূলের অন্দরে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!