এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজ্যের ৪২ টি আসনে ঘাসফুল শিবিরের সাম্ভাব্য প্রার্থী তালিকা – আজ দ্বিতীয় পর্ব

রাজ্যের ৪২ টি আসনে ঘাসফুল শিবিরের সাম্ভাব্য প্রার্থী তালিকা – আজ দ্বিতীয় পর্ব

দেখতে দেখতে এসে পড়ল লোকসভা নির্বাচন – যদিও এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে বেশ কিছুটা দেরি আছে। কিন্তু, রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাঙালির মননে এখন থেকেই ঘোরাফেরা করছে লোকসভা নির্বাচন। আর হবে নাই বা কেন? ইতিমধ্যেই, লোকসভা নির্বাচন নিয়ে পূর্ণোদ্যমে দামামা বাজিয়ে দিয়েছে মূল দুই প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ও বিজেপি। লড়াইয়ে, বামফ্রন্ট বা কংগ্রেস থাকলেও – এখনও সেইভাবে উচ্চগ্রামে প্রচারে নামেননি দুই শিবিরের নেতারা।

কংগ্রেস তো এখনও দ্বিধাবিভক্ত বামফ্রন্ট না তৃণমূল কংগ্রেস কার হাত ধরে লোকসভা নির্বাচনে যাবে। অন্যদিকে, বামফ্রন্টের সংগঠন এখনও বেশ কিছু জায়গায় অটুট থাকলেও, তা লোকসভা আসন জেতার মত জায়গায় নেই একক ক্ষমতায় তা উঠে এসেছে বিভিন্ন সমীক্ষায়। এমনকি, আমাদের জুলাই মাসে করা শেষ সমীক্ষাতেও সেই একই চিত্র। এই অবস্থায় তৃণমূল কংগ্রেস কিন্তু ‘বাঙালি প্রধানমন্ত্রীর’ স্বপ্ন উস্কে দিয়ে আম-বাঙালির কাছে ৪২-এ-৪২ এর দাবি করেছে। অন্যদিকে, গেরুয়া শিবির ‘পরিবর্তনের পরিবর্তন’ করার জল্পনা উস্কে দিয়ে বাংলা থেকে অন্তত ২২ টি আসন জেতার দাবি জানাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই অবস্থায়, স্বাভাবিকভাবেই উৎসবের মরশুম পেরোলেই সবকটি দল কোমর বেঁধে লোকসভার প্রস্তুতি ও প্রচারে নেমে পড়বে। কিন্তু, তার আগে আমজনতার কাছে লাখ টাকার প্রশ্ন কোন রাজনৈতিক দলের হয়ে কোন আসনে কে প্রার্থী হতে পারেন। ঘাসফুল শিবিরের বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে, বিভিন্ন লোকসভায় সাধারণ ভোটারের প্রত্যাশা জেনে এবং আমাদের বিভিন্ন নির্বাচনের অভিজ্ঞতার সংমিশ্রণ ঘটিয়ে আমরা রাজ্যের ৪২ টি আসনের ঘাসফুল শিবিরের সাম্ভাব্য প্রার্থীদের তালিকা মোট ৬ টি পর্বে আপনাদের সামনে আনতে চলেছি। যদিও এই তালিকা সম্পূর্ণরূপে প্রিয় বন্ধু মিডিয়ায় নিজস্ব মতামত, কোনোমতেই ঘাসফুল শিবিরের তরফে সরকারি কোন ঘোষণা নয় বা কোন মতেই কোন রাজনৈতিক দল বা ব্যক্তির প্রচার নয়। আজ দ্বিতীয় পর্ব –

১. কুচবিহার – পার্থপ্রতিম রায়
২. আলিপুরদুয়ার – দশরথ তিরকে
৩. জলপাইগুড়ি – বিজয়চন্দ্র বর্মন
৪. দার্জিলিং – বিনয় তামাং
৫. রায়গঞ্জ – মদন মিত্র
৬. বালুরঘাট – বিপ্লব মিত্র
৭. মালদা-উত্তর – তাজমুল হোসেন অথবা সুশীলচন্দ্র রায়

 

আরো পড়ুন :- রাজ্যের ৪২ টি আসনে ঘাসফুল শিবিরের সাম্ভাব্য প্রার্থী তালিকা – আজ প্রথম পর্ব

 

৮. মালদা-দক্ষিণ – মহম্মদ মোয়াজ্জেম হোসেন
৯. জঙ্গিপুর – মহম্মদ সোহরাব অথবা আখরুজ্জামান
১০. বহরমপুর – অপূর্ব সরকার অথবা নীলরতন আঢ্য
১১. মুর্শিদাবাদ – মইনুল হাসান অথবা আবু তাহের খান
১২. কৃষ্ণনগর – অরিন্দম ভট্টাচার্য
১৩. রানাঘাট – তাপস মন্ডল
১৪. বনগাঁ – মমতাবালা ঠাকুর

আগামীকাল তৃতীয় পর্বে – উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা আসনের সাম্ভাব্য প্রার্থী তালিকা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!