এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের পর এবার দিলীপ ঘোষের গলাতেও মোদীর সাদা দাড়ি, জেনে নিন, কি বলেছেন তিনি!

তৃণমূলের পর এবার দিলীপ ঘোষের গলাতেও মোদীর সাদা দাড়ি, জেনে নিন, কি বলেছেন তিনি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নানা সময় বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসতে দেখা গেছে তাকে। নির্বাচনী ময়দানে তার নানা বিতর্কিত মন্তব্য আরও শোরগোল ফেলে দিয়েছে। আর এই পরিস্থিতিতে ষষ্ঠ দফার নির্বাচনের আগে ভাতার বিধানসভা কেন্দ্রে প্রচার করতে গিয়ে “সাদা শাড়ি নয়, এবার সাদা দাড়ি চাই” বলে মন্তব্য করতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।

অর্থাৎ নিজের এই মন্তব্যের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থ্যাৎ বিজেপিকে রাজ্যে প্রয়োজন বলে বুঝিয়ে দিতে চাইলেন তিনি। স্বাভাবিক ভাবেই ভাববাচ্যের কথায় দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্য এখন রীতিমত গুঞ্জন তৈরি করেছে রাজ্যের রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, আগামী ষষ্ঠ দফার নির্বাচনে ভাতার বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। তার আগে রবিবার ভাতারের নবাবনগরে বিজেপি প্রার্থী মহেন্দ্রনাথ কোয়ারের সমর্থনে একটি জনসভায় উপস্থিত হন বিজেপি সাংসদ তথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেখানেই এই মন্তব্য করতে দেখা যায় তাকে। তিনি বলেন, “দিদিমনির হাওয়াই চপ্পল আর সাদা শাড়ি আমাদের অনেক বোকা বানিয়ে এসেছে। আর সাদা শাড়ি নয়, এবার সাদা দাড়ি চলবে। সাদা দাড়ির দিন এসেছে। সাদা দাড়ি সোনার বাংলা গঠন করবে।”

বলা বাহুল্য, তৃণমূলের পক্ষ থেকে প্রায়ই বাংলার বিধানসভা নির্বাচন। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো হওয়ার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বলে কটাক্ষ করা হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাদা দাড়ি নিয়ে বারবার আক্রমণ ছুড়ে দিয়েছে ঘাসফুল শিবির। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল।

আর এবার সরাসরি দিলীপ ঘোষের গলাতেও সেই সাদা দাড়ির প্রসঙ্গ উঠে এল। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়ির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাদা দাড়ির তুলনা করে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন, এবার সাদা দাড়ির প্রয়োজন। অর্থাৎ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং বিজেপিকে এই রাজ্যে জয়লাভ করাতে হবে।

একাংশ বলছেন, তৃণমূলের পক্ষ থেকে যখন প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে কটাক্ষ করা হয়েছে, তখন বিজেপি রাজ্য সভাপতি তার সুফল বোঝাতে চাইলেন। তৃণমূলের পক্ষ থেকে অনেকে বলে দিতে শুরু করেছিলেন, পেট্রোল, ডিজেলের দাম যত বাড়ছে, প্রধানমন্ত্রীর দাড়ি তত বাড়ছে। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে বাংলা দখলের টার্গেট নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করা হয়েছিল।

আর এবার সাদা শাড়ির প্রয়োজন ফুরিয়েছে বলে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে নরেন্দ্র মোদীর দাড়ির কথা তুলে ধরে এবার সাদা দাড়ির প্রয়োজন বলে দাবি করতে দেখা গেল মেদিনীপুরের বিজেপি সাংসদকে। যা বর্তমানে ভোটের রাজনীতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!