এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুভেন্দু-গড়ে রাজ্যপাল! মমতার ঘুম উড়িয়ে দিলেন কঠিন বার্তা! উত্তাল রাজ্য রাজনীতি

শুভেন্দু-গড়ে রাজ্যপাল! মমতার ঘুম উড়িয়ে দিলেন কঠিন বার্তা! উত্তাল রাজ্য রাজনীতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানা স্থানে তীব্র অশান্তির পরিবেশের সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে অবাধে চলছে মারধোর, ভাঙচুর, লুটপাট, নির্যাতন। বারবার অশান্তির অভিযোগ আসার পর রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। আজ তিনি নন্দীগ্রাম পরিদর্শন করলেন। শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে রাজ্য সরকারকে কঠিন বার্তা দিলেন রাজ্যপাল। তিনি জানান, রাজ্যজুড়ে অত্যন্ত সংকটের মুহূর্ত তৈরি হয়েছে। রাতে তিনি ঘুমাতে পারছেন না। জ্বলন্ত আগ্নেয়গিরি উপরে বসে আছেন সকলে। রাজ্যপালের কঠিন বক্তব্যবানে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি।

ভোট-পরবর্তী হিংসার পটভূমিতে ইতিপূর্বে কোচবিহার পরিদর্শন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার তিনি নন্দীগ্রাম পরিদর্শন করলেন। নন্দীগ্রামের বেশকিছু আক্রান্ত এলাকায় গিয়ে সাধারণ জনগণের সঙ্গে কথা বললেন তিনি। জনগণের দুর্দশা দেখে অশ্রুসিক্ত হলেন রাজ্যপাল। নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের কেন্দেমারি এলাকায় আক্রান্তদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল। রাজ্যপাল এলাকাবাসীর কাছে বহু অভিযোগের কথা শুনলেন। মহিলারা রাজ্যপালের কাছে বহু অভিযোগ করলেন। বাইকে চেপে উপদ্রুত এলাকা ঘুরে দেখলেন রাজ্যপাল।

সাধারণ মানুষের কষ্ট দেখে অশ্রুসিক্ত হলেন রাজ্যপাল। চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি। মুখ্যমন্ত্রীর প্রতি রাজ্যপাল অনুরোধ জানালেন যে, করোনার বিরুদ্ধে লড়াই করতে, দয়া করে ভোট পরবর্তী হিংসা বন্ধ করতে। রাজ্যপাল জানালেন, মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। বারবার তাঁকে কটুক্তি শুনতে হচ্ছে। প্রাণহানি, ধর্ষণ, লুটপাট, তোলাবাজি বারবার ঘটছে। লক্ষ লক্ষ মানুষ কষ্টে রয়েছেন। মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করলেন, হিংসা বন্ধ করতে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপালের কঠোর বক্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল ফেলে দিয়েছে। তবে রাজ্যপালের কার্যকলাপকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় জানালেন, রাজ্য সরকারের অনুমতি ছাড়াই রাজ্যপাল বিভিন্ন এলাকায় যাচ্ছেন। বিজেপির হয়ে এলাকা পরিদর্শন করছেন তিনি। আর তার ফলে আরো উস্কানি বাড়ছে, অশান্তির সৃষ্টি হচ্ছে। তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল বিজেপি নেতাদের হয়ে কাজ করছেন। তাই রাজ্যপালের সফরকে গুরুত্ব দিচ্ছেন না তাঁরা।

অন্যদিকে, সম্প্রতি রাজ্যপাল কোচবিহারে গিয়েছিলেন উপদ্রুত এলাকা পরিদর্শন করতে। সেখানে রাজ্যপালের সঙ্গে থেকেছিলেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা, নেত্রী। এরপর, রাজ্যপাল বিজেপির পক্ষপাতিত্ব করছেন বলে, অভিযোগ উঠেছে তৃণমূলের পক্ষ থেকে। এ কারণেই আজ যখন নন্দীগ্রামে এসেছিলেন রাজ্যপাল, সেসময় শুভেন্দু অধিকারী রাজ্যপালকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু রাজ্যপাল যখন উপদ্রুত এলাকা গুলি পরিদর্শন করেছিলেন, সেসময় তিনি রাজ্যপালের সঙ্গে ছিলেন না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!