তৃণমূল উপপ্রধানের প্রাসাদোপম বাড়ি, ভয়াবহ দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা! তৃণমূল রাজনীতি রাজ্য May 5, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই খুন হয়ে যাওয়া তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের বাড়ি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। আর তারপরেই গোটা রাজ্যজুড়ে তৃণমূলের একাধিক গ্রাম পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধায়কদের বাড়ির ছবি দেখে রীতিমত হতবাক হয়ে গিয়েছে রাজনৈতিক মহল। সামান্য জনপ্রতিনিধি হয়ে কি করে প্রাসাদোপম বাড়ি বানানো যায়, তার রহস্য উন্মোচন করতে ব্যস্ত ছিলেন সকলে। আর এই পরিস্থিতিতে এবার প্রায় 18 কাঠা জমির উপর তৃণমূল নেতার অট্টালিকার ছবি সামনে এলো। যাকে কেন্দ্র করে ভয়াবহ দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধীরা। সূত্রের খবর, বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান কৃষ্ণ দাসের বাড়ির ছবি দেখলে অনেকেই চমকে যাবেন। যেখানে বড় ফটক দরজা থেকে শুরু করে বাড়ির ছবি দেখলে মনে হবে, কোনো রাজপ্রাসাদ। স্বভাবতই সামান্য উপপ্রধান হয়ে কি করে এত বড় বাড়ি তৈরি করলেন কৃষ্ণবাবু, তা নিয়ে প্রশ্নের শেষ নেই। যদিও বা বিতর্ক ধামাচাপা দিতে কৃষ্ণ দাসের অনুগামী বলে একটি ফেসবুক পেজ থেকে সেই বাড়ির ছবি পোস্ট করে 12 বিঘা জমি বিক্রি করে এবং ঋণ নিয়ে এই বাড়ি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে। আর এখানেই প্রশ্ন তুলছে বিরোধীরা। তাদের দাবি, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এই সমস্ত নেতাদের বাড়বাড়ন্ত হয়েছে। দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে একের পর এক পঞ্চায়েত। আর সেখান থেকেই লভ্যাংশ নিয়ে একের পর এক নেতারা নিজেদের বাড়ি গাড়ি করে নিয়েছেন। স্বভাবতই তৃণমূলের অস্বস্তি যে ক্রমশ বাড়তে শুরু করেছে, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -