এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভালো নেই বাঙালির সর্বকালীন ফেলুদা! সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক, বাড়ছে আশঙ্কা

ভালো নেই বাঙালির সর্বকালীন ফেলুদা! সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক, বাড়ছে আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন ধরেই বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম প্রবীণ শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন করোনা আক্রান্ত হয়ে। কিন্তু করোনা থেকে তিনি সুস্থ হয়ে গেলেও এই মুহূর্তে বিভিন্ন কো-মর্বিডিটির কারণে তিনি কাবু হয়ে পড়েছেন, যার মধ্যে স্নায়ুর জটিলতা অন্যতম কারণ বলে জানাচ্ছেন চিকিৎসকরা। ইতিমধ্যেই জানা গেছে, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি ক্রমশ আয়ত্বের বাইরে চলে যাচ্ছে। প্রবীণ অভিনেতার স্নায়ু আর কাজ করছে না। গত 24 ঘন্টায় তাঁর করোনা এনসেফেলোপ্যাথির সংক্রমণ আরো বেড়েছে বলে জানা গেছে।

সাড়া দিচ্ছে না তাঁর মস্তিষ্ক। আপাতত বর্ষীয়ান অভিনেতাকে ভেন্টিলেশনে দেওয়ার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড তৈরি হয়েছে, সেই বোর্ডের প্রধান অরিন্দম কর জানিয়েছেন- রবিবার অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে কাজ করলেও তাঁর প্লেটলেটের সংখ্যা ক্রমশ নিম্নগামী। একইসঙ্গে রক্তে ইউরিয়া এবং সোডিয়ামের মাত্রা বেড়ে গিয়েছে।

আপাতত চিকিৎসকরা কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন। 72 ঘণ্টা আগে সৌমিত্র চট্টোপাধ্যায় যেরকম ছিলেন, তার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে মনে করা হচ্ছে। তাঁর মস্তিষ্কের চেতনা ক্রমশ লোপ পাচ্ছে। চিকিৎসকদের অনুমান, তাঁর শরীরে এনসেফেলোপ্যাথি ক্রমশ বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় সৌমিত্র চট্টোপাধ্যায় আগের মত আর চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাঁর গ্লাসগো কোমা স্কেলের সূচক ক্রমশ নিচের দিকে নামছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কোন ব্যক্তির মস্তিষ্কের স্নায়ু কিভাবে সাড়া দিচ্ছে, তা একমাত্র গ্লাসগো কোমা স্কেলের দ্বারা পরিমাপ করা যায়। সাধারণ মানুষের ক্ষেত্রে এই সূচকের মাত্রা হয় 15। কিছুদিন আগেই অবশ্য সৌমিত্রর তা 9 এ নেমে গিয়েছিল। সাধারণত মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্থ হলেই এই সূচকের মাত্রা কমতে থাকে। আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি মোটেই স্বস্তিকর অবস্থায় নেই। তার শারীরিক অবস্থার অবনতির খবরে ইতিমধ্যেই চিন্তিত তার অগণিত ভক্ত এবং বাংলার চলচ্চিত্র জগৎ।

কিছুদিন আগেই অবশ্য সৌমিত্র চট্টোপাধ্যায় সামান্য হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন। তাতে চিকিৎসকরা পজিটিভ ভাবে জানিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়কে সময় নিয়ে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব। কিন্তু নতুন করে সৌমিত্র চট্টোপাধ্যায় আবার অসুস্থ হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তাঁর পরিবার-পরিজন, চিকিৎসকরা এবং সর্বোপরি বাংলার সংস্কৃতি সমাজ উদ্বেগ প্রকাশ করছে। আপাতত সবারই চিন্তা, বাঙালির সর্বকালীন অন্যতম নায়ক ফেলুদা কবে আবার ফিরে আসবেন তার নিজস্ব জগতে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!