এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের চিঠির জবাব রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের, আবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের আশঙ্কা

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের চিঠির জবাব রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের, আবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের আশঙ্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে ভোট গণনার পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ বারবার উঠতে শুরু করেছে। বিরোধী দল বিশেষত বিজেপির অভিযোগ, বিজেপির কর্মী-সমর্থকেরা ভোট-পরবর্তী হিংসার শিকার হচ্ছেন। অনেক সময় নেতারাও রেহাই পাচ্ছেন না। বহু কর্মী-সমর্থক প্রাণ বাঁচাতে ঘরছাড়া হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্যপাল জগদীপ ধনকরের বৈঠক চলে গত সোমবার বিকেলে।

এরপর গতকাল রাজ্যপাল দিল্লি যাবার পূর্বে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন। যে চিঠিতে ভোট-পরবর্তী হিংসা, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ্যপাল সেই চিঠির জবাব দিলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। যেখানে রাজ্যপালের অভিযোগকে অসত্য ও হতাশাজনক বলে কটাক্ষ করা হলো।

গতকাল, রাজ্যকে পাঠানো চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনকর লিখেছিলেন যে, রাজ্যে ভোট পরবর্তী হিংসা, রক্তপাত, মানবাধিকার লংঘন করা হচ্ছে। রাজ্যজুড়ে নারী নির্যাতন চলছে। বিরোধীদের সম্পত্তি ধ্বংস করা হচ্ছে। কিন্তু গোটা ঘটনায় মুখ্যমন্ত্রী আশ্চর্যজনকভাবে নিরব ও নিষ্ক্রিয় হয়ে রয়েছেন। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও, মন্ত্রিসভায় একদিনের জন্যও এ বিষয়ে কোন আলোচনা হয়নি। দুর্গতদের সাহায্যের জন্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এরপর, রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়েছে। একাধিক টুইটের মাধ্যমে রাজ্যপালের অভিযোগ খারিজ করে দেয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে যে অভিযোগ করেছেন, তার সঙ্গে সত্যের কোন সম্পর্ক নেই। এই চিঠি তিনি হঠাৎ প্রকাশ্যে এনেছেন। রাজ্যপালের এই আচরণে রাজ্য সরকার হতাশ ও শঙ্কিত হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল দিল্লি গেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক হবার সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র দপ্তরের আরেকটি টুইটে জানানো হয়েছে যে, যোগাযোগের প্রথাগত ধারা লংঘন করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। টুইট করে লেখা হয়েছে যে, এটি যোগাযোগের নীতির পরিপন্থী। রাজ্যপালের পক্ষ থেকে অকস্মাত্ এমন ধরনের একতরফা মিথ্যা অভিযোগে রাজ্য সরকার হতবাক হয়ে পড়েছে।

টুইট করে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, যখন নির্বাচন কমিশনের হাতে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল, সেই সময়ে ভোট-পরবর্তী হিংসা বিষয়ক কিছু সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু নতুন সরকার শপথ নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশের কাছে নির্দেশ দেয়া হয়েছে।

এভাবেই ভোট-পরবর্তী হিংসা বিষয়ে রাজ্যপালের দেওয়া চিঠির পাল্টা জবাব দিলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। ভোট পরবর্তী হিংসা বিষয়ে রাজ্যপালের একাধিক অভিযোগকে কার্যত অসত্য বলে দাবি করেছে রাজ্য সরকার। এরফলে রাজ্য ও রাজ্যপাল সংঘাত আবার তীব্র হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। নিজের উদ্যোগে ভোট পরবর্তী হিংসায় অংশ আক্রান্ত একাধিক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!