এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর পরিবারের বিশাল সম্পত্তির অভিযোগ এনে ‘সততা’ নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়

মুখ্যমন্ত্রীর পরিবারের বিশাল সম্পত্তির অভিযোগ এনে ‘সততা’ নিয়ে প্রশ্ন তুললেন মুকুল রায়


রাজ্যে পটপরিবর্তনের আগে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে সততাই প্রধান হাতিয়ার ছিল তৃনমূল কর্মীদের কাছে। কিন্তু ক্ষমতায় আসার পর সারদা, নারদার মত আর্থিক কেলেঙ্কারিতে মুখ পুড়েছে তৃনমূলের। আর এরপর থেকেই রাজ্যের বিরোধী দলগুলো একজোট হয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই সততা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। কিন্তু এবারে সেই সমস্ত অভিযোগকে হার মানিয়ে দিলেন একদা তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সেই মুকুল রায় শুধু রাজনৈতিক ভাবে নয়, ব্যাক্তিগত ভাবেও নাস্তানাবুদ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সূত্রে খবর, বিজেপি নেতা মুকুল রায়ের অভিযোগ, সততার প্রতীক বলে গর্ববোধ করা মুখ্যমন্ত্রীর 2012-18 সাল পর্যন্ত পারিবারিক সম্পত্তির পরিমান 1200 কোটি টাকা বৃদ্ধি হয়েছে। সাথে সাথে একদা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের অনিল বসু, রুপচাঁদ পাল দের সম্পত্তি বৃদ্ধির কথা উল্লেখ করে সেই সম্পত্তি ভোগ করতে না পারার কথাও স্মরন করিয়ে দেন একদা মমতার ছায়াসঙ্গী তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জানা গেছে, শুধু মুখ্যমন্ত্রীর পরিবারকেই কটাক্ষ করে থেমে থাকেননি মুকুল রায়, সাথে সাথে তৃনমূলের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকেও কটাক্ষ করে তিনি বলেন, ” কেষ্টবাবুর তো শুধু একটি চালকল ছিল। সেখান থেকে সাতটি চালকল হল কি করে। কেষ্টবাবু জেনে রাখুন, এবার আপনাদের বিরুদ্ধেও রাস্তায় উন্নয়ন দাড়িয়ে থাকবে।” রাজনৈতিক মহল মনে করছে, তৃনমূলে থাকার সময় দলের খুটিনাটি বিষয় জানতেন এই মুকুল রায়। বিজেপি তে যোগ দিয়েই এবার 2019 কে পাখির চোখ করে সেই পুরোনো দল ও নেত্রীর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরোক মন্তব্য করে শাসকদলকে ব্যাকফুটে ফেলতে চাইছেন একদা তৃনমূলের এবং বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!