এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলের, বসিরহাটের প্রার্থীকে নিয়ে চরম চিন্তায় মমতা !

ভোটের মুখে বড় ধাক্কা তৃণমূলের, বসিরহাটের প্রার্থীকে নিয়ে চরম চিন্তায় মমতা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বিভিন্নভাবে অস্বস্তি বাড়ছে তৃণমূলের মধ্যে। কেউ প্রচারে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার কেউ বা মানুষের বিক্ষোভের মুখে পড়ছেন। স্বাভাবিক ভাবেই তৃণমূলের মধ্যে একটা বাড়তি টেনশন কাজ করছে এবারের লোকসভা নির্বাচন নিয়ে। কারণ তারাও খুব ভালো মতো জানে, সন্দেশ খালির ঘটনা, দুর্নীতি ইস্যু তৃণমূলকে এবারের ভোটে কোনো মতেই জিততে দেবে না। আর সেই জায়গায় দাঁড়িয়ে যে সন্দেশখালি বিধানসভা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে নিয়ে প্রচণ্ড চাপে পড়ে গেলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম টাকিতে প্রচারে গিয়েছিলেন। আর সেই সময় হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। জানা গিয়েছে, তার প্রচন্ড জ্বর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলেই খবর। একাংশ বলছেন, এমনিতেই সন্দেশখালি ইস্যু গোটা রাজ্যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তার মধ্যে সেই এলাকারই তৃণমূল প্রার্থী অসুস্থ হয়ে যাওয়ার কারণে শাসক দল প্রচারে অনেকটাই পিছিয়ে গেল। যার ফলে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয় নিয়ে চিন্তা বাড়ছে ঘাসফুল শিবিরের মধ্যে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!