এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটের মুখে চরম লজ্জা, এই অস্বস্তি কোথায় রাখবেন মমতা? জেরবার তৃণমূল!

ভোটের মুখে চরম লজ্জা, এই অস্বস্তি কোথায় রাখবেন মমতা? জেরবার তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলা নিয়ে সব খবর যে খুব ভালো মতই রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তা আজকে আরও স্পষ্ট হয়ে গেল। মানুষের ওপর নির্যাতন থেকে শুরু করে গণতন্ত্রের কন্ঠরোধ, সব দিক থেকেই তৃণমূল বাংলাকে এক ভয়ংকর জায়গায় পৌঁছে দিয়েছে‌। সেদিক থেকে তৃণমূলের হাত থেকে বাংলাকে উদ্ধার করতে মানুষের কাছে একটা বড় সুযোগ, লোকসভা নির্বাচনের। তাই সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাটের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম লজ্জায় ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রসঙ্গত, এদিন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বুনিয়াদপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর সেখানেই বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হন তিনি। কেন্দ্রীয় গৃহমন্ত্রী বলেন, “সোনার বাংলা আজকে বোমাবাজির বাংলা, কাটমানির বাংলা।” একাংশ বলছেন, অমিত শাহ বিজেপি নেতা হতে পারেন। কিন্তু তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় গৃহমন্ত্রী যখন বাংলায় এসে বাংলার পরিস্থিতি নিয়ে এত বড় কথা বলছেন, তখন সামান্য যদি মূল্যবোধ থাকে, তাহলে ভোটের রাজনীতি দূরে রেখে লজ্জা থাকা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!