এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লকডাউনে স্পিকারের স্পেশ্যাল অর্ডারে বৈঠক না করেও ৬০ হাজার টাকা ভাতা না মেলায় প্রশ্ন বিধায়কদের

লকডাউনে স্পিকারের স্পেশ্যাল অর্ডারে বৈঠক না করেও ৬০ হাজার টাকা ভাতা না মেলায় প্রশ্ন বিধায়কদের


করোনা ভাইরাসকে আটকাতে লকডাউনের কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে লোকসভা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের বিধানসভা। যার মধ্যে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গ বিধানসভাও। বিগত দুই মাস ধরে এই বিধানসভার স্বাভাবিক কাজকর্ম বন্ধ রয়েছে। তবে লকডাউনের কারণে বিধানসভার কাজকর্ম বন্ধ থাকলেও, স্থায়ী বা অন্যান্য কমিটির বৈঠকে বিধায়করা হাজির থাকতে না পারায়, তাদের বৈঠক-ভাতা বহাল রাখার কথা ঘোষণা করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে এপ্রিল-মে মাসের বেতনের সাথে ওই বৈঠকের ভাতার টাকা বিধায়কদের অ্যাকাউন্টে না আসায় এখন রীতিমত প্রশ্ন তৈরি হয়েছে বিধায়কদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়ম অনুযায়ী এক মাসে দু’টি করে মোট চারটি কমিটির বৈঠক হয়। যেখানে হাজির থাকলে বিধায়করা তাদের ভাতা সহ 60 হাজার টাকা পান। তবে লকডাউনের কারণে বিধানসভা বন্ধ হয়ে যাওয়ার সময়, এই ব্যাপারে একটি ঘোষণা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানিয়ে দেন, বৈঠক না করলেও বিধায়করা এই ভাতা পেয়ে যাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মাসিক বেতন ঢুকে গেলেও, বৈঠকের ভাতা না ঢোকায় এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে বিধায়কদের অন্দরে। কেন এখনও পর্যন্ত বৈঠকের ভাতা ঢুকল না? অধ্যক্ষ বার্তা দেওয়া সত্ত্বেও, কেন তা থেকে বঞ্চিত হলেন বিধায়করা? জানা গেছে, দ্রুত লকডাউন চালু হয়ে যাওয়ায় অধ্যক্ষের ঘোষণার পর সরকারি অর্ডার বের করা সম্ভব হয়নি। ফলে বিধানসভার সংশ্লিষ্ট দপ্তর এই নিয়ে কোনো উদ্যোগ নিতে পারেনি।

তবে বৈঠকের ভাতা এখন এই কারণে বিধায়কদের অ্যাকাউন্টে না পৌঁছলেও, দ্রুত তা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে বিধানসভার তরফে। কিন্তু, এখানেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষদের মধ্যে। বর্তমানে সকলেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী ব্যয় সংকোচের কথা বলছেন। তাহলে সেক্ষত্রে বৈঠক না করেও বিধায়কদের কেন এই ভাতা ‘পাইয়ে’ দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন সাধারণ মানুষ ইতিমধ্যেই তুলতে শুরু করে দিয়েছেন। সব মিলিয়ে এখন অধ্যক্ষের ঘোষণার পর কবে এই বৈঠকের ভাতা পান রাজ্যের বিধায়করা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!