এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > FINAL EXIT POLL – রাজ্যের ৩ আসনের উপনির্বাচনের সাম্ভাব্য ফলাফল, একনজরে

FINAL EXIT POLL – রাজ্যের ৩ আসনের উপনির্বাচনের সাম্ভাব্য ফলাফল, একনজরে


প্রিয় বন্ধুর মিডিয়া এক্সক্লুসিভ – ঘটনাবহুল সারাদিনের পর অবশেষে গতকাল সমাপ্ত হল বাংলার ৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে এই আসন খালি হয়েছিল। নদীয়ার করিমপুরের তৃণমূল বিধায়ক মহুয়া মৈত্র ও পশ্চিম মেদিনীপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হওয়ায় এই দুই আসন খালি হয়েছিল।

আর সেই শূন্যস্থান পূরণ করতেই এই তিন আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৬-এর পরে আবার জোট বেঁধে বাম-কংগ্রেস লড়াই করলেও, ৩ আসনেই মূল লড়াইটা ছিল তৃণমূল বনাম বিজেপির। লড়াইটা ছিল মূলত – লোকসভার হাওয়া ধরে রেখে রাজ্যে আরও পদ্মফুল ফোটে নাকি, প্রশান্ত কিশোরের মস্তিস্ক তৃণমূল কংগ্রেসকে তাদের হারানো জমি ফিরিয়ে দেয়? ফলে, প্রচারপর্ব থেকে শুরু করে ভোটগ্রহণের দিন – ময়দানে যুযুধান পক্ষ হিসাবে মূলত এই দুই দলকেই দেখা গেছে।

আমাদের সমীক্ষক দলও প্রচারপর্বে দু-দুবার ওপিনিয়ন পোল সামনে নিয়ে এসেছিল। গতকাল নির্বাচন শেষ হওয়ার পরেই আমরা একটি এক্সিট পোলও প্রকাশ্যে নিয়ে আসি। কিন্তু, সেই এক্সিট পোল ছিল বিকেল ৫ টা পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। কিন্তু ওই সময়ের পরেও বেশ কিছু বুথে ভোটগ্রহণ হয়। তাছাড়া নির্বাচন কমিশন সূত্রেও দিনের শেষে কোন কেন্দ্রে কত ভোট পড়ল তা তখনও নিশ্চিত করে জানা যায় নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই সমগ্র তথ্য হাতে পাওয়ার পর, এবার আমরা প্রকাশ করতে চলেছি এই ৩ আসনের উপনির্বাচনের জন্য আমাদের চূড়ান্ত এক্সিট পোল। তবে, এই এক্সিট পোল শুধুমাত্র ওই ৩ কেন্দ্রের সম্ভাবনাকে বোঝার চেষ্টা মাত্র। আসল ফলাফল বোঝা যাবে আগামী ২৮ তারিখ ইভিএম বাক্স খোলা হলে। প্রথমেই দেখে নেওয়া যাক কি হতে পারে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভার সাম্ভাব্য চিত্র –
১. কমলচন্দ্র সরকার (বিজেপি) – ৪৬%
২. তপনদেব সিংহ (তৃণমূল) – ৩১%
৩. ধীতশ্রী রায় (কংগ্রেস) – ১৯%
৪. নির্দল ও অন্যান্য – ৩%
৫. নোটা – ১%
বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ৩০,০০০ – ৩৫,০০০ ভোটে পরাজিত করতে পারে

এবার দেখে নেওয়া যাক কি হতে পারে নদীয়ার করিমপুর বিধানসভার সাম্ভাব্য চিত্র –
১. জয়প্রকাশ মজুমদার (বিজেপি) – ৪১%
২. বিমলেন্দু সিংহ রায় (তৃণমূল) – ৩৮%
৩. গোলাম রাব্বি (সিপিএম) – ১৯%
৪. নির্দল ও অন্যান্য – ১%
৫. নোটা – ১%
বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ৫,০০০ – ১০,০০০ ভোটে পরাজিত করতে পারে

সবশেষে দেখে নেওয়া যাক কি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর-সদর বিধানসভার সাম্ভাব্য চিত্র –
১. প্রেমচন্দ্র ঝাঁ (বিজেপি) – ৪৪%
২. প্রদীপ সরকার (তৃণমূল) – ৩৫%
৩. চিত্তরঞ্জন মন্ডল (কংগ্রেস) – ১৪%
৪. নির্দল ও অন্যান্য – ৬%
৫. নোটা – ১%
বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ১০,০০০ – ১৫,০০০ ভোটে পরাজিত করতে পারে

অর্থাৎ, ২০১৬-এর বিধানসভা নির্বাচনের ভিত্তিতে এই ৩ টি আসন একটি-একটি করে কংগ্রেস, তৃণমূল ও বিজেপির দখলে থাকলেও অথবা ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে ২ টি আসনে বিজেপি ও ১ টি আসনে তৃণমূল এগিয়ে থাকলেও – আমাদের সমীক্ষা অনুযায়ী এই উপনির্বাচনে ৩ টি আসনেই জয়লাভ করতে চলেছে বিজেপি।

লোকসভার তুলনায় কালিয়াগঞ্জ বা খড়্গপুর-সদরে বিজেপির লিড কমলেও, আসন গুলি ধরে রাখতে চলেছে তারা। পাশাপাশি করিমপুরে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। তবে, খুব অল্প ব্যবধানে হলেও – এই আসনও তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে গেরুয়া শিবির। তবে, শেষে আবারো জানাই এটা শুধুমাত্র একটা ট্রেন্ড বোঝার চেষ্টা মাত্র, আসল ফলাফল জানা যাবে আগামী ২৮ তারিখেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!