কাশ্মীর থেকে উঠে গেল ধারা ৩৭০ – কি কি পরিবর্তন হতে চলেছে ভূস্বর্গে? জাতীয় August 5, 2019 রাজনীতির মায়াজালে জড়িয়ে যে ধারা কাশ্মীরের ‘অন্যতম পরিচায়ক’ হয়ে উঠেছিল – আজ নরেন্দ্র মোদী-অমিত শাহের হাত ধরে অবশেষে অবলুপ্ত হল সেই ৩৭০ নম্বর ধারা। একদিকে যখন ভারতবাসী কেন্দ্র সরকারের এই সাহসী সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছে, অন্যদিকে তেমনই বিরোধীরা সোচ্চার হয়েছেন – ‘গণতন্ত্রের হত্যা’ হয়েছে দাবি করে। দীর্ঘদিনের এই ৩৭০ ধারা অবলুপ্তির বিতর্ক যে এত সহজে মিটবে না, সে কথা স্পষ্ট। কিন্তু তার আগে, একনজরে দেখে নিন কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে কাশ্মীরে কি কি পরিবর্তন আসতে চলেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - ১. ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা হারাচ্ছে জম্মু-কাশ্মীর ২. জম্মু-কাশ্মীর ও লাদাখ দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চল হতে চলেছে ৩. এর মধ্যে লাদাখে কোনো বিধানসভা থাকবে না ৪. এতদিন জম্মু-কাশ্মীরে কোন আইন প্রণয়ন হবে তা সিদ্ধান্ত নিত সেই রাজ্যের বিধানসভা, কিন্তু এবার থেকে সংসদে গোটা দেশের জন্য যে আইন প্রণয়ন হয়, জম্মু-কাশ্মীরের ক্ষেত্রেও তা প্রযোজ্য হবে ৫. কাশ্মীরিদের এতদিন দ্বৈত নাগরিকত্ব ছিল – কাশ্মীরি ও ভারতীয়। তা বাতিল হয়ে এখন থেকে শুধুই ভারতীয় পরিচয় হবে তাঁদের ৬. কাদের ‘কাশ্মীরি’ বলা হবে, অর্থাৎ কারা কাশ্মীরের স্থায়ী বাসিন্দা হতে পারবেন এতদিন সেই সিদ্ধান্ত নিতে ওই রাজ্যের বিধানসভা। এবার থেকে যে কোন ভারতীয়ই কাশ্মীরের বাসিন্দা হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন ৭. কোনো ‘কাশ্মীরি’ ছাড়া কেউ এতদিন কাশ্মীরের জমি কিনতে পারতেন না, অবলুপ্ত হবে সেই প্রথা ৮. আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পেতেন কাশ্মীরের অধিবাসীরা – সেই নিয়ে কেন্দ্র কিছু স্পষ্ট না করলেও, মনে করা হচ্ছে এই নিয়মেরও পরিবর্তন হবে আপনার মতামত জানান -