এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মকুল রায়ের পর কি এবার ‘মিশন ঋতব্রত’? কি বললেন দিলীপ ঘোষ?

মকুল রায়ের পর কি এবার ‘মিশন ঋতব্রত’? কি বললেন দিলীপ ঘোষ?


তৃণমূলের একসময়ের অঘোষিত দুনম্বর নেতা মুকুল রায় অনেক টালবাহানার পর শেষ পর্যন্ত গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এবার কি তাহলে সিপিএমের বিতর্কিত সাসপেন্ডেড সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পালা? তিনি কি যোগ দিচ্ছেন বিজেপিতে?
সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আগে ঋতব্রত সমস্ত ঝামেলা মেটান, সমস্ত কেচ্ছা থেকে বেরিয়ে আসুন তারপর ভেবে দেখা হবে। রাজ্যে বিজেপিতে আসতে অনেকেই আগ্রহী, বিরোধীদলগুলি থেকে তো বটেই এমনকি শাসকদল তৃণমূল কংগ্রেস থেকেও অনেকেই যোগাযোগ করছেন, লম্বা লিস্ট আছে। কিন্তু প্রতিটি আবেদন বিজেপি নেতৃত্ত্ব ভালো করে খুঁটিয়ে দেখে তবেই দলে জায়গা দেবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!