এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ইয়াসের মোকাবিলায় সাধারণের সাহায্যার্থে একগুচ্ছ ফোন নম্বর, নজর রাখছে প্রশাসন

ইয়াসের মোকাবিলায় সাধারণের সাহায্যার্থে একগুচ্ছ ফোন নম্বর, নজর রাখছে প্রশাসন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সময় যত যাচ্ছে, ততই শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় ইয়াস। রাজ্যে দুর্যোগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঝড়-বৃষ্টি ক্রমশ শক্তি সঞ্চয় করছে। সমুদ্রস্তর ক্রমশ ফুলেফেঁপে উঠেছে। উপকূলবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পরিলক্ষিত। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। উপকূলবর্তী সাধারণ মানুষকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলায় এবং নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে, বুধবার সকালে যাবতীয় শক্তি সঞ্চয় করে স্থলভূমিতে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ইয়াস। খুব সম্ভবত উড়িষ্যার বালেশ্বরে এই ঝড়ের পরিণতি ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

তবে পশ্চিমবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনাও যথেষ্ট সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে খবর। সেই কারণেই বেশকিছু ফোন নাম্বার দেওয়া হয়েছে যেখানে ফোন করে সমস্যার কথা জানানো যাবে। যেমন পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন হলো- 1070, 033-22143526। পশ্চিমবঙ্গ রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগের ফোন নাম্বারগুলি হল- 033-71221088, 8777860955, 7044075034, 7980190741, 62990907626। মুখ্য সচিবের নাম্বার হলো- 033-23354030।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম- 9830811111। এছাড়া আছে, লালবাজার কন্ট্রোল রুম- 033-22143024, 22143230, 22141310। দমকল ও জরুরী পরিষেবা পেতে ফোন করতে হবে 033-22521165। স্বাস্থ্য ভবনে ফোন করতে চাইলে 033-23576000, 033-23330100 এই নাম্বারগুলিতে ফোন করতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ এর নাম্বার হল, 1800-3455221 যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ বনদপ্তরের নাম্বার হলো 033-23357751।

একইসাথে রয়েছে কলকাতা পুলিশ 033-2250500, দমকল পরিষেবা (কলকাতা) ও দমকল পরিষেবা (সল্টলেক) এই দুটি নাম্বার হল যথাক্রমে 033-22414545 ও 033-23575293। আপাতত রাজ্য সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ঘূর্ণিঝড় ইয়াসের মুখোমুখি হওয়া। রাজ্যের সাধারণ মানুষের আতঙ্ক কমানোর জন্য তাঁদের সতর্কবার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এখন দেখার ঘূর্ণিঝড় ইয়াস কতটা ক্ষতি করবে আমাদের রাজ্যের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!