এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ মামলায় চাঞ্চল্যকর মোড়, সুপ্রীমকোর্টে জোর ধাক্কা খেল সিবিআই

নারদ মামলায় চাঞ্চল্যকর মোড়, সুপ্রীমকোর্টে জোর ধাক্কা খেল সিবিআই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টনারদ মামলা তদন্তে আবার নতুন মোড়। সিবিআই সুপ্রীম কোর্টে গিয়েও শেষরক্ষা করতে পারলনা। মামলা ফিরে গেল হাইকোর্টের কাছে। বিগত বেশ কয়েকবছর ধরে নারদ মামলার তদন্ত চলার পর গত 17 ই মে থেকে শুরু হয়েছে নারদ মামলা নিয়ে সিবিআই পদক্ষেপ। গত সোমবার বিনা নোটিশে সিবিআই গ্রেপ্তার করে তৃণমূলের দুই মন্ত্রী ও এক বিধায়ক, যথাক্রমে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রকে। পাশাপাশি প্রাক্তন তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায়কেও নারদ মামলার অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করে সিবিআই। এরপর ঘটনা পরম্পরায় অভিযুক্তদের জামিন স্থগিত হয়ে যায় হাইকোর্টের নির্দেশে।

পরবর্তীতে হাইকোর্টের দুই বিচারপতির বেঞ্চ জামিন স্থগিত মামলায় একমত হতে না পেরে অভিযুক্তদের গৃহবন্দি থাকার নির্দেশ দেন। এবং হাইকোর্ট একটি বৃহত্তর বেঞ্চ তৈরি করে এই মামলার শুনানি করার কথা বলে। নারদ মামলার শুনানি হওয়ার কথা ছিল সোমবার। কিন্তু তার আগেই রবিবার অনলাইনের মাধ্যমে সিবিআই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সিবিআইয়ের দাবি ছিল, জামিন মামলার স্থগিতাদেশ যেন বজায় রাখা হয়। পাশাপাশি নারদ মামলা অন্য রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সোমবার সিবিআই এর আবেদন খারিজ করে দেওয়া হয় পদ্ধতিগত ত্রুটি থাকার কারণে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরে সোমবার আবার সিবিআই নতুন পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে। সিবিআই এর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয়। তর্কবিতর্কের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের আবেদন খারিজ করে এবং মামলা ফিরিয়ে দেয় হাইকোর্টকে। আগামীকাল বুধবার হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ নারদ মামলার ভবিষ্যত ঠিক করবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে নারদ মামলা নিয়ে ইতিমধ্যেই  সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা একবাক্যে দাবী করছে সিবিআই এর মতন কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সরকারের অঙ্গুলিহেলনে চলছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকেও নারদ মামলার গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কথা উল্লেখ করেছে।

অন্যদিকে সিবিআই যেভাবে সুপ্রিম কোর্টে নাস্তানাবুদ হলো তা যথেষ্ট উল্লেখযোগ্য। আপাতত বুধবার হাইকোর্টে 4 গৃহবন্দি নেতা যাদের মধ্যে দুজন এই মুহূর্তে গৃহবন্দি এবং দুজন হাসপাতালে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন, তাঁদের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে। তবে নারদ তদন্ত নিয়ে প্রায় প্রতিদিনই একের পর এক চাঞ্চল্যকর মোড় আসছে। সুতরাং আগামী দিন হাইকোর্টের শুনানি হওয়ার কথা থাকলেও নতুন করে আবার কোন নাটকীয় মোড় তৈরি হচ্ছে কিনা, তা নিয়ে চলছে ব্যাপক কৌতূহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!