এখন পড়ছেন
হোম > জাতীয় > সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলায় কি অবস্থান প্রধান বিচারপতির? জানুন বিস্তারিত

সুপ্রিম কোর্টে রাজীব কুমারের মামলায় কি অবস্থান প্রধান বিচারপতির? জানুন বিস্তারিত


গত 3 ফেব্রুয়ারি কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার পরেই শুরু হয় কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত। রাজ্যের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা আদতে কেন্দ্রের উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত।

অন্যদিকে প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে ঢুকতে সিবিআই আধিকারিকদের বাধা দেয় রাজ্য পুলিশ। এমনকি রাজ্য পুলিশের বিরুদ্ধে হেনস্থা করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা যায়, রাজ্যের মুখ্যসচিব মলয় দে, তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার এবং ডিজি পুলিশের বিরুদ্ধে শীর্ষ আদালতে একটি আদালত অবমাননার মামলাও করে সিবিআই।

সূত্রের খবর, এদিন সেই মামলারই শুনানি ছিল। আর এই শুনানিতেই সিবিআইয়ের পক্ষে সওয়াল করে দেশের অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “রাজীব কুমার সারদাকাণ্ডের মূল অভিযুক্তের যে মোবাইলের কল রেকর্ড সিবিআইয়ের হাতে তুলে দিয়েছেন তা সম্পূর্ণ নয়। তিনি অনেক তথ্যকেই আড়াল করে গিয়েছেন।” এদিকে সিবিআইয়ের পক্ষে এহেন বক্তব্য শুনেই এই ব্যাপারে মুখ খোলেন দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সিবিআইয়ের পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, “গত জুন মাসেও চিটফান্ড তদন্তে রাজ্যের অসহযোগিতার অভিযোগ আপনারা করেছেন। কিন্তু আপনাদের আবেদনে রাজীব কুমার টেলিফোনের কল ডিটেলস ঠিক মত দেননি সেই কথা তো নেই। আপনাদের এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে রাজীব কুমারকে আদালত অবমাননার কড়া সিদ্ধান্তের মুখে পড়তে হবে।”

অন্যদিকে খোদ সিবিআই ডিরেক্টরকে আগামী দুই সপ্তাহের মধ্যে এই ব্যাপারে অতিরিক্ত হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আর সিবিআইয়ের বক্তব্য শোনার পরই এই ব্যাপারে রাজীব কুমারও লিখিত বক্তব্য জানাতে পারবেন বলেও জানান বিচারপতি।

আর তারপরই এই ব্যাপারে আগামী 26 শে মার্চ পরবর্তী শুনানি হবে বলে জানা গেছে।সব মিলিয়ে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইয়ের পক্ষ থেকে হওয়া আদালত অবমাননা মামলা ঠিক কোন মোড় নেয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!