এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > শুধু কি জনসংযোগ? নাকি পাশে কারা খতিয়ে দেখতে শুভেন্দুর জেলা সফর? বাড়ছে জল্পনা!

শুধু কি জনসংযোগ? নাকি পাশে কারা খতিয়ে দেখতে শুভেন্দুর জেলা সফর? বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। বর্তমানে অরাজনৈতিক কর্মসূচিতে সবথেকে বেশি যোগদান করতে দেখা যাচ্ছে রাজ্যের পরিবহনমন্ত্রীকে। এতদিন নিজের এলাকায় সভা-সমিতির করলেও, এবার ধীরে ধীরে অন্যান্য জেলা সফরে যেতে শুরু করেছেন শুভেন্দুবাবু। জানা গেছে, মুর্শিদাবাদের পর মালদহে শুভেন্দু অধিকারীর সভা রয়েছে।

আর তার এই জেলা প্রশাসন বা দলকে না জানিয়ে একের পর এক জেলায় ঝটিকা সফরকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী একের পর এক জেলা সফর করে বুঝে নিতে চাইছেন, তার সঙ্গে সংখ্যায় কতজন অনুগামী এবং জনপ্রতিনিধি রয়েছেন! আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি দলের সঙ্গে দূরত্ব আরও বেশি করে তৈরি করছেন রাজ্যের পরিবহনমন্ত্রী! আর তাই একের পর এক জেলায় তারই জেলা সফর বলে দাবি করছেন একাংশ।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর আচার আচরণ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। অনেকেই দাবি করতে শুরু করেছেন, যেভাবে শুভেন্দু অধিকারীর বিভিন্ন সভায় গিয়ে দল তৃণমূল কংগ্রেস নেত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করছেন না। সেক্ষেত্রে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিরোধী রাজনৈতিক শিবির বা নিজের মত করে নতুন দল গঠন করতে পারেন বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিককালে বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ রাজ্যে এলে শুভেন্দু অধিকারী তার হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন বলে জল্পনা ছড়িয়েছিল।কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় এখন তিনি জেলা সফর শুরু করে দিয়েছেন. জানা গেছে, আগামী 8 নভেম্বর পুরুলিয়া, 10 নভেম্বর নন্দীগ্রাম এবং 13 ই নভেম্বর বাঁকুড়ায় যাবেন শুভেন্দু অধিকারী‌। পাশাপাশি মুর্শিদাবাদ এবং মালদহে তার সফর রয়েছে। যেখানে গোটা সমাবেশের আয়োজন করেছে, দাদার অনুগামী। তাই এই পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারী এই জেলা সফরের মধ্য দিয়ে বুঝিয়ে দিতে চাইছেন, ঠিক তার কত অনুগামী রয়েছে! আর তাই নিজের মত করে তিনি বিভিন্ন জেলা সফরে শক্তিশালী টিম গঠন করতে উদ্যোগী হয়েছেন বলে দাবি বিশেষজ্ঞদের।

একাংশ বলছেন, যদি এই সম্ভাবনা বাস্তব হয় তাহলে বড়সড় বেকায়দায় পড়তে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। কেননা গোটা রাজ্যে শুভেন্দু অধিকারীর হাতে অনেক অনুগামী এবং জনপ্রতিনিধি রয়েছেন। তাই শুভেন্দুবাবু যদি এই জেলা সফরের মধ্য দিয়ে তার নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের প্রস্তুতি নেন, তাহলে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়া দুঃস্বপ্নের সমান হবে বলেই দাবি বিশেষজ্ঞদের।

অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃনমূল কংগ্রেসের সবথেকে বড় জনপ্রিয় মুখ। তাই সেদিক থেকে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর এই জেলা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে জেলা সফরের মধ্য দিয়ে শুভেন্দু অধিকারী নতুন কোনো রাজনৈতিক মঞ্চ গঠনের দিকে এগিয়ে যান কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!