এখন পড়ছেন
হোম > অন্যান্য > ক্রমশ ক্রিটিক্যাল ‘ফেলুদা’র শারীরিক অবস্থা? চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে দিশেহারা চিকিৎসকরা?

ক্রমশ ক্রিটিক্যাল ‘ফেলুদা’র শারীরিক অবস্থা? চিকিৎসা এগিয়ে নিয়ে যেতে দিশেহারা চিকিৎসকরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেমন আছেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়? সেই নিয়ে চিন্তায় রয়েছেন তাঁর পরিবারের মানুষজন অনুরাগীরা। এমন পরিস্থিতিতে তাঁর বয়সজনিত কারণে এবং কোমর্বিডিটি রূপ সমস্যা থাকার জন্য তাঁর শরীরে করোনা সংক্রমনের ভালোই প্রভাব পড়েছে বলেই আশঙ্কা করেছিলেন ডাক্তারেরা। প্রায় এক মাসের ওপর বেলভিউ নার্সিং হোমে ভর্তি থাকার পর তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে একাধিক খবর সামনে এসেছিল।

প্রথমে করোনা পজিটিভ হলেও তাঁর প্লাজমা থেরাপি করার পর করোনা সংক্রমণ থেকে মুক্তি পাওয়া গেছে বলে জানিয়েছিলেন তিনি। সেই সঙ্গে তাঁর আচ্ছন্ন ভাব এবং স্নায়বিক সমস্যা দেখা যায়। সেইসঙ্গে সোডিয়াম পটাশিয়ামের লেভেল কমে যেতে থাকে। কিন্তু এর পরে আস্তে আস্তে সুস্থতার দিকেই এগোতে থাকেন এই বর্ষীয়ান অভিনেতা।

যদিও তার পরে কিছুদিন আগে আবারও তাঁর শারীরিক অবনতি হওয়ার খবর পাওয়া যায়। তবে নতুন করে জ্বর আসা বা রক্তক্ষরণ সম্পর্কিত কোন তথ্য এখনো পাওয়া যায়নি। তবে সেই সঙ্গে কিছুটা স্বস্তি দিয়ে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে যে তাঁর শারীরিক পরিস্থিতি আর অবনতির দিকে যায়নি। বরং গতকাল তিনি স্থিতিশীল ছিলেন বলেই জানা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেই সঙ্গে তাঁর আগের থেকে হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে বলেও খবর পাওয়া যায়। এবং সেখানে প্লেটলেটের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে বলেও জানিয়েছেন ডাক্তাররা। সেইসঙ্গে জ্বর না আসায় অ্যান্টিবায়োটিকের ডোজ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। সেইসঙ্গে তাঁর পরিবারের সঙ্গে পরামর্শ নিয়ে তাঁর ডায়ালিসিস সংক্রান্ত বিষয়ে একটি পাকাপাকি বন্দোবস্ত করার কথা শোনা গিয়েছিল চিকিৎসকদের মুখে।

কারণ বয়সজনিত কারণে তাঁর ডায়ালিসিস করতে সমস্যা হচ্ছিল। ফলে কিডনি সংক্রান্ত বিষয়ে আলোচনা চালাচ্ছিলেন নেফ্রোলজি বিভাগের চিকিৎসকেরা। সেইসঙ্গে প্লাজমা থেরাপি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানা গেছে। ধাপে ধাপে কিভাবে তাঁর সচেতনতা ফিরিয়ে আনা যায় সেই নিয়েই আলোচনায় রয়েছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে এতদিন ভেন্টিলেশনে থাকলেও তাঁর ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হয়নি বলে জানা যায়। সেই সঙ্গে তাঁর অঙ্গ প্রত্যঙ্গ সচল রয়েছে, লিভারের কার্যক্ষমতাও লক্ষ্য করা গেছে। শরীরে অক্সিজেনের মাত্রা নতুন করে আর বাড়ানো হয়নি। সেই সঙ্গে জ্বর আসা বা রক্ত ক্ষরণ জনিত সমস্যা আর দেখা যায়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাই আপাতত কোন পথে তাঁর চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়েই আলোচনায় রয়েছেন চিকিৎসকেরা।

অন্যদিকে, গ্লাসগো কোমা সেলের সূচক অনুযায়ী তাঁর মস্তিষ্কের সচেতনতা ১০ থেকে ১১ এর মধ্যে রয়েছে বলেই জানা গেছে। একদিন অন্তর অন্তর তাঁর ডায়ালিসিস হচ্ছে। মূত্র নিঃসরণও স্বাভাবিক হচ্ছে বলে জানা গেছে। ফলত ভবিষ্যতে খুব শীঘ্রই তাঁর আর ডায়ালিসিসের প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!