এখন পড়ছেন
হোম > জাতীয় > নারদ-কান্ডের মাঝেই সিবিআইয়ে বড়সড় বদল, সবাইকে পেছনে ফেলে উঠে এলেন এই ব্যক্তি!

নারদ-কান্ডের মাঝেই সিবিআইয়ে বড়সড় বদল, সবাইকে পেছনে ফেলে উঠে এলেন এই ব্যক্তি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   নারদ কান্ডে যখন সক্রিয়তা দেখাতে শুরু করেছে সিবিআই এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থায় এল বড়সড় বদল। সূত্রের খবর, এবার সিবিআই ডিরেক্টর হলেন সিআইএসএফের ডিরেক্টর আইপিএস সুবোধ কুমার জয়সওয়াল।

সোমবার কেন্দ্রের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই খবরটি প্রকাশ করা হয়। দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এই অফিসার সিবিআই প্রধান হিসেবে নিয়োগ হওয়ায় খুশি অনেকেই। মূলত, সিবিআই ডিরেক্টর কে হবেন, তা নিয়ে বেশ কিছু নাম সামনে আসতে শুরু করেছিল। তবে সবাইকে পেছনে ফেলে শেষ পর্যন্ত সামনে উঠে এলেন সুবোধ কুমার জয়সওয়াল।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার প্রধানমন্ত্রী সহ লোকসভার বিরোধী দলনেতা এবং দেশের শীর্ষ আদালতের বিচারপতির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে সিবিআই ডিরেক্টর পদে কাকে বসানো হবে, তা নিয়ে বেশকিছু নাম সামনে আসে। বিস্তর আলোচনা হয় সকলের মধ্যে। এক্ষেত্রে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করতে দেখা যায় লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীকে। সিবিআই ডিরেক্টর নিয়োগ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তোলেন তিনি। অবশেষে দীর্ঘ টালবাহানার পর প্রকাশ্যে এল সিবিআই ডিরেক্টরের নাম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যায়, 1985 সালের ব্যাচের আইপিএস মহারাষ্ট্রের ক্যাডার ছিলেন এই সুবোধ কুমার জয়সওয়াল। প্রশাসনিক মহলে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে বিভিন্ন বিজেপি বিরোধী রাজ্যগুলোতে সিবিআই সক্রিয় হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর এই পরিস্থিতিতে সিবিআই ডিরেক্টর পদে নিয়োগ নিয়েও নানা জটিলতা সামনে আসতে শুরু করেছিল। অবশেষে নাম চূড়ান্ত হল।

সোমবার এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়, সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেলেন সুবোধ কুমার জয়সওয়াল। জানা গেছে, আগামী দুই বছর এই পদে বহাল থাকবেন তিনি। স্বাভাবিক ভাবেই সিবিআইকে নিয়ে যখন দেশ জুড়ে নানা প্রশ্ন এবং বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করা হচ্ছে, তখন ডিরেক্টর পদে বসে সুবোধ কুমার জয়সওয়াল দায়িত্ব পালন করতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!