এখন পড়ছেন
হোম > জাতীয় > যত সময় যাচ্ছে, ততই করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। উদ্বেগে চিকিৎসক ও বিশেষজ্ঞরা

যত সময় যাচ্ছে, ততই করোনার তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা প্রবল হচ্ছে। উদ্বেগে চিকিৎসক ও বিশেষজ্ঞরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর আরও বড় আশঙ্কার কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁরা এবার জানিয়ে দিলেন করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, যা উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে এখনো হিমশিম খাচ্ছে বেশ কয়েকটি রাজ্য। আর তার মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আসলে পরিস্থিতি আরও যে ভয়ঙ্কর হয়ে উঠবে, সে কথা বুঝতে বাকি নেই কারোর। এক্ষেত্রে আশংকাকে কয়েকগুণ বাড়িয়ে করোনার তৃতীয় ঢেউ আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা বলেই জানিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের প্রধান রণদীপ গুলেরিয়া।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেভাবে করোনার দ্বিতীয় ওয়েভে সংক্রমণের হার বেড়ে গিয়েছে, তাতে করোনার থার্ড ওয়েভ অনিবার্য হয়ে পড়েছে। আর এক্ষেত্রে তিনি ভয়ঙ্কর অভিযোগ করেছেন। দেশের মানুষের সচেতনতার অভাবই করোনার তৃতীয় ঢেউ ডেকে আনছে বলে তিনি ব্যাখ্যা করেছেন। প্রসঙ্গত এইমস প্রধান মনে করেন, যখনই লকডাউন উঠে গিয়ে আনলক সিচুয়েশন হয়ে যায় তখনই সাধারণ মানুষরা সমস্তরকম সাবধানতা ত্যাগ করেন। ফলস্বরূপ নতুন করে আবার করোনা ফিরে আসে। দ্বিতীয় ঢেউয়ের আগেও বেশিরভাগ জায়গাতেই কোনরকম গাইডলাইন মেনে চলা হয়নি। উৎসব-অনুষ্ঠান চলেছে, নির্বাচন চলেছে বেলাগাম। যার ফল মানুষ দেখে নিল এই কয়েক মাসে।

প্রসঙ্গত জানা গিয়েছে, করোনার যে ওয়েভ আসে তার ওঠাপড়া জানাচ্ছে ভারতের একটি গাণিতিক মডেল সূত্র। করোনা সংক্রমণের হার বাড়ছে না কমছে, আক্রান্তের সংখ্যা কত, সংক্রমণের হার কত ইত্যাদি করোনা সংক্রান্ত বেশ কিছু তথ্য জানা যাবে। এই নতুন মডেল ‘সূত্র’ মারফত জানা গিয়েছে, করোনা ফ্যাক্টর দেখার জন্য এই নতুন গাণিতিক মডেলটি তৈরি করেছেন আইআইটি কানপুরের গণিতজ্ঞ মনিন্দ্র আগরওয়াল, আইআইটি হায়দ্রাবাদের গবেষক অধ্যাপক এম বিদ্যাসাগর এবং চিফ অফ ডিফেন্স স্টাফ এর অধীনস্থ মেডিকেল টিমের সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাধুরী কানিতকর এই তিন বিশেষজ্ঞ ইতিমধ্যে জানিয়েছেন, জুন মাসের শেষে করোনার দ্বিতীয় ওয়েভ কমে যেতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেননা। তাঁদের তরফ থেকে বলা হয়েছে মার্চ মাস থেকেই এই ভাইরাস সুপার স্প্রেডার প্রজাতি ছড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় ঢেউ সেই কাজ করেছে। পাশাপাশি কোভিড কার্ভকে শীর্ষে রেখেই হয়েছিল কুম্ভ মেলা। যেখানে প্রায় 70 লাখ মানুষ ভিড় করেছিল গঙ্গার ঘাটে। দোকানে বাজারে ঠাসাঠাসি ভিড়ের ফলস্বরূপ করোনার দ্বিতীয় ঢেউ। প্রসঙ্গত জানা যায়, মহারাষ্ট্রে করোনা আক্রান্তদের মধ্যে 15 থেকে 20% মানুষের নমুনায় ডবল মিউট্যান্ট প্রজাতির স্ট্রেন পাওয়া গিয়েছে। তার পরেও মহারাষ্ট্র সরকার সেভাবে বিধিনিষেধ আরোপ করেননি।

সেখানকার লাগামছাড়া জমায়েতে কোন লাগাম টানা হয়নি। আর এই নিয়েই এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, সাধারণ মানুষের করোনা নিয়ে উদাসীনতা এবং বেপরোয়া মনোভাব করোনার দ্বিতীয় ঢেউ ডেকে এনেছে এবং তৃতীয় ঢেউ ডাকার মতো পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে তৃতীয় ঢেউ থেকে বাঁচতেও সাবধানতা এবং সচেতনতার কথাই বলা হচ্ছে। পাশাপাশি অবশ্যই এবার প্রতিষেধক নিয়ে নিয়েছেন দেশের অনেক মানুষই। সে ক্ষেত্রে তৃতীয় ঢেউ কতটা কার্যকরী ক্ষমতা দেখাতে পারে, সেদিকেই এখন কড়া নজর চিকিৎসকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!