এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সিবিআই তদন্ত আটকাতে মরিয়া মমতা ? শেষমেষ সুপ্রিম কোর্টে রাজ্য!

সিবিআই তদন্ত আটকাতে মরিয়া মমতা ? শেষমেষ সুপ্রিম কোর্টে রাজ্য!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালি, বিভিন্ন ঘটনায় একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আর এই সিবিআই তদন্ত রীতিমত গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল সরকারের কাছে। যার ফলে এবার সেই সিবিআই তদন্তকে বন্ধ করতে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। যেখানে রাজ্যের হয়ে সওয়াল করছেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে যখন একের পর এক সিবিআই তদন্ত নিয়ে মাথাব্যথা তৈরি হয়েছে রাজ্য সরকারের, তখন সেই রাজ্যের পক্ষ থেকেই সেই তদন্তকে আটকানোর জন্য সুপ্রিম কোর্টে এইভাবে পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, আজ সুপ্রিম কোর্টে এই বিষয়ে সওয়াল পর্ব চলছে। যেখানে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বল আপত্তি জানান যে, বিভিন্ন জায়গায় সিবিআই যেভাবে ঢুকে যাচ্ছে, এটা একেবারেই অনুচিত। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি অবশ্যই জানিয়ে দেন যে, ইডি এবং সিবিআই একটি স্বশাসিত সংস্থা। তারা কাজ করছে আদালতের নির্দেশ অনুযায়ী। তবে এখনো দীর্ঘ সওয়াল পর্ব চলবে এবং এই সওয়াল পর্বের ওপর অনেক কিছু নির্ভর করছে। স্বভাবতই দিনের শেষে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সিবিআই তদন্ত আটকানো নিয়ে রাজ্য সরকারের পক্ষে রায় দেওয়া হয়, নাকি সেই সিবিআই তদন্ত চলবে বলে জানিয়ে দেয় দেশের শীর্ষ আদালত, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!