এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার লোকসভা নির্বাচনের নিরিখে কেন্দ্রীয় বিজেপির নতুন পদক্ষেপ রাজ্যের জন্য

এবার লোকসভা নির্বাচনের নিরিখে কেন্দ্রীয় বিজেপির নতুন পদক্ষেপ রাজ্যের জন্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের পর এবার বিজেপির সামনে রয়েছে পরপর নির্বাচন। প্রথমে উপ নির্বাচন, তারপর পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন। এবং সবশেষে লোকসভা নির্বাচন। কার্যত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই লোকসভা নির্বাচনকেই এখন সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনে 200 আসনের লক্ষ্যমাত্রা রাখলেও কার্যত বিজেপি লড়াই শেষ করেছে 77 এ। দেখা যাচ্ছে, গত লোকসভা নির্বাচনে 18 টি আসন পেয়েছিল বিজেপি। হিসাব অনুযায়ী এবারে দল এগিয়ে ছিল 121 টি বিধানসভা এলাকায়। কিন্তু যখন হিসাব হচ্ছে 77 টি আসন নিয়ে তখন দেখা যাচ্ছে বিজেপি লোকসভা নির্বাচনে পিছিয়ে যাচ্ছে অনেকটাই।

আগামী দিনে এই ফলাফলের ভিত্তিতে বিজেপির হাতে আসতে পারে মাত্র নটি আসন। যা গেরুয়া শিবিরের পক্ষে অত্যন্ত অস্বস্তিজনক বলে মনে করছে রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে এবার বিজেপির সর্বস্তরের নেতাকর্মীদের জন্য একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হচ্ছে। সেখানে জানা যাচ্ছে এই প্রশিক্ষণ শিবিরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে একেবারে মন্ডল স্তরের নেতাদেরও প্রশিক্ষণ হবে। গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে, সাত সপ্তাহের এই প্রশিক্ষণে সাতটি বিষয় নিয়ে আলোচনা হবে। যাকে রাজ্য বিজেপি নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাত মন্ত্র বলে অভিহিত করেছেন।

দেখা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী এবং খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের আসনেও বিজেপি পিছিয়ে। এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনের জন্য বাংলার বিজেপিকে তৈরি করা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয় বলে দাবি কেন্দ্রীয় নেতৃত্বের। প্রত্যেক সপ্তাহে একদিন করে একজন কেন্দ্রীয় নেতা রাজ্য নেতৃত্বকে প্রশিক্ষণ দেবেন। সাত সপ্তাহ ধরে প্রতি রবিবার ভার্চুয়াল প্রশিক্ষণ বৈঠক হবে। ক্লাস নেবেন, রাজ্যের সমস্ত পদাধিকারী সংসদ এবং জেলা সভাপতি। যে বিষয়ে প্রশিক্ষণ হবে, সেটা পরের বুধবার রাজ্যের কোন এক নেতা জেলা পদাধিকারী বিধায়ক এবং মন্ডল সভাপতিদের শেখাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একই বিষয়ে আবার জেলার নেতারা পরের শনিবার মন্ডল পদাধিকারীদের প্রশিক্ষণ দেবেন। কার্যত একটি পিরামিড স্টাইলে এই প্রশিক্ষণ শিবির চালানো হবে বলে মনে করা হচ্ছে। এই প্রশিক্ষণ পর্বে ইতিমধ্যে মোদি সরকারের কৃষি নীতিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, প্রথম সপ্তাহের বিষয় হচ্ছে সাত বছরের মোদি সরকারের সাফল্য। এছাড়াও জানা যাচ্ছে, প্রশিক্ষণের বিষয়ের মধ্যে রয়েছে জাতীয় সুরক্ষা, বিদেশনীতি, আত্মনির্ভর ভারতের সংকল্প, কেন্দ্রীয় গরিব কল্যাণ প্রকল্প এবং সপ্তম বিষয়টি হলো দলের প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী ও ভাবনা।

গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু হচ্ছে। আর সেই লক্ষ্যেই সর্বস্তরের দলীয় নেতাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব উদ্যোগ নিয়েছে। এবার সেক্ষেত্রে বাংলা থেকেই শুরু হবে এই প্রশিক্ষণ পর্ব। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য বিধানসভা নির্বাচনের আগেও এরকম বহু প্রশিক্ষণ এবং চিন্তন বৈঠক হয়েছে রাজ্য কেন্দ্র গেরুয়া শিবিরের নেতৃত্বে। তাতেও রাজ্য বিজেপি সুবিধা কিছু করতে পারেনি। আপাতত দেখার সাত সপ্তাহের প্রশিক্ষণ পর্ব শেষে লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপি কোন উল্লেখযোগ্য ফলাফল করতে পারে কিনা!

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!