এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতারা জোট বাঁধলেও ২০১৯ এ আটকানো যাবে না বিজেপিকে, জানালেন অমিত শাহ

মমতারা জোট বাঁধলেও ২০১৯ এ আটকানো যাবে না বিজেপিকে, জানালেন অমিত শাহ


কর্নাটকের বিধানসভা ভোট প্রক্রিয়া শুরুর থেকেই টানটান উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এদিন আবার জেডি(এস) এর তরফের কুমারস্বামীর কর্নাটকের মুখ্যমন্ত্রী পদের জন্য শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হল।  এতে উপস্থিত ছিলেন অরবিন্দ কেজরিওয়াল,অখিলেশ যাদব,মায়াবতী,সোনিয়া গান্ধী,রাহুল গান্ধী,এন চন্দ্রবাবু নাইডু,এমকে স্তালিন সহ মমত বন্দ্যোপাধ্যায় এর মতো কট্টর বিজেপি বিরোধী বাঘা বাঘা ব্যক্তিত্বরা। এরা এদিন সভায় মিলিত হয়ে বিজেপিবিরোধী জোট বাঁধার প্রতিশ্রুতি নিয়েছেন এমটাই অনুমান করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। কারণ এ ব্যাপারে আভাস পাওয়া গেছিলো কিছুদিন আগে। সম্প্রতি কর্নাটকের ভোটের ফলাফলে বিজেপির সংখ্যাগরিষ্ঠতাকে ঠিকভাবে মেনে নেয়নি বিরোধীরা। জানা গেছে, বিজেপি যাতে ২০১৯ এর লোকসভা ভোটে জিততে না পারে তার জন্য বিরোধী শক্তিকে একজোট হওয়ার প্রস্তাব দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইচডি কুমারস্বামীকে। চলভাষে তাকে অভিনন্দন জানানোর পর এই জোট বার্তা দেন তিনি। জানা যায় বিজেপি বিরোধী এ লড়াই এ বাকি দলগুলোও তাকে সমর্থন করেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁদের এই জোট বেঁধে আক্রমণ করার ইচ্ছে কে তীব্র কটাক্ষ করলেন এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি জানান, লোকসভা ভোটের আগে বিরোধীরা জোট বাঁধবে এটাই তো স্বাভাবিক। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও সেই ঘটনাই দেখা গেছিলো। তবে বিজেপিকে তাঁরা টলাতে পারেনি। এবারও বিজেপি সগৌরবে জয় হাসিল করে নেবে। তিনি আরো জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব,কেজরিওয়াল,স্তালিনরা নিজের নিজের রাজ্যে জোর খাটাবেন হয়তো কিন্তু অন্য রাজ্যে তাঁদের এ হুকুম চলবে না। তাই এইসব আঞ্চলিক দলগুলো জোটবদ্ধ হলেও লোকসভা ভোটে কোনো প্রভাব ফেলতে পারবে না। যে মহাজোটই তৈরি হোক না কেন,গেরুয়া পার্টির রথের চাকা থামাতে পারবে না। আগেরবারের মতো এবার কেন্দ্রীয় সরকারের কুর্সি থাকবে বিজেপির দখলে। অমিত সাহের মন্তব্যের জেরে নড়েচড়ে বসেছে বিরোধী মহল। তবে তাঁরা নতুন কোনো পরিকল্পনা করেছে কিনা সে ব্যাপারে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি রাজনৈতিক সূত্রের খবর থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!