এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ২১ জুলাই পালন নিয়ে শাসকদলের কপালে চিন্তার ভাঁজ, নিতে চলেছেন বড়সড় সিদ্ধান্ত!

২১ জুলাই পালন নিয়ে শাসকদলের কপালে চিন্তার ভাঁজ, নিতে চলেছেন বড়সড় সিদ্ধান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারা বছর ধরে তৃণমূলের একটাই বড় রাজনৈতিক কর্মসূচি কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। 21 জুলাই ধর্মতলা শহীদ সমাবেশ পালন করে তৃণমূল যুব কংগ্রেস। যেখানে প্রতিটি জেলা থেকে তৃণমূলের শত শত কর্মী সমর্থক এসে উপস্থিত হয়। তৃণমূলের কাছে এই একুশে জুলাই যেমন শহীদদের শ্রদ্ধা জানানোর দিন, ঠিক তেমনই ভবিষ্যতে দল কিভাবে চলবে, তার বার্তাও এই মঞ্চ থেকে সরাসরি কর্মীদের দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু এবার করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে। সমস্ত রকম জমায়েত বন্ধ। তাই এই পরিস্থিতিতে আদৌ একুশে জুলাই হবে কিনা, তা নিয়ে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই এত বড় জনসমাগম এবার না হওয়ারই কথা। কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। তাই তার আগে দলের কর্মীদের সরাসরি বার্তা দিতে এই সমাবেশ যদি না হয়, তাহলে কর্মীদের উজ্জীবিত করা অনেকটাই অসুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, এবার তিনি একুশে জুলাইয়ের সমাবেশ এভাবে করছেন না। তবে সেই সমাবেশ কিভাবে হবে, তা নিয়ে এবার বৈঠকে বসতে চলেছে তৃণমূল নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আগামী 3 জুলাই বিকেল চারটেয় ভার্চুয়াল সভার মাধ্যমে প্রতিটি জেলার সঙ্গে বৈঠক করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে উপস্থিত থাকবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি এবং সভাধিপতিরা। অনেকে বলছেন, সম্প্রতি বিজেপির পক্ষ থেকে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে ভার্চুয়াল মিটিং করা হয়েছে। যেখানে দিল্লি থেকে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

ফলে একুশে জুলাই যদি সেভাবে না হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসও একইভাবে ভার্চুয়াল মিটিংয়ে মাধ্যমে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করতে পারেন। পাশাপাশি স্থানীয় স্তরে শহীদদের প্রতি সম্মান জানানোর নির্দেশ দেওয়া হতে পারে দলের তরফে। তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 21 জুলাইয়ের সমাবেশ নিয়ে রুপরেখা স্থির করতে আগামী 3 জুলাই তৃণমূলের বৈঠকে কি সিদ্ধান্ত হয়, এখন সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

অন্যদিকে বিশেষ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে, 3 জুলাই এই বৈঠক থেকে তৃণমূল তাদের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। যার নাম, সোজা বাংলায় বলছি। ফলে একুশে জুলাই রণনীতি নিয়ে সিদ্ধান্ত জানানোর পাশাপাশি তৃণমূল নেত্রী দলকে নতুন কোনো কর্মসূচি বেধে দেন কিনা, তার দিকেও নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!