এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টলিউডের দুই প্রথমসারির নায়িকা সহ মোট তিন সেলিব্রিটির গেরুয়া যোগ প্রায় নিশ্চিত

টলিউডের দুই প্রথমসারির নায়িকা সহ মোট তিন সেলিব্রিটির গেরুয়া যোগ প্রায় নিশ্চিত


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ জানিয়েছেন, বাংলা থেকে গেরুয়া শিবির অন্তত ২২-২৩ টি আসন জিততে চলেছে। আর দলের সর্বভারতীয় সভাপতির এই ‘কথা রাখতে’ মরিয়া বঙ্গ-বিজেপির নেতারা। কিন্তু, গেরুয়া শিবিরের নেতাদের মতে তৃণমূল কংগ্রেসের মত প্রতিপক্ষকে রুখে দিয়ে এই সংখ্যক আসন জিততে গেলে রাজ্যের ৪২ টি আসনেই ওজনদার প্রার্থী চায় – হয় তাঁদের হতে হবে রাজনৈতিক অথবা সেলিব্রিটি। অর্থাৎ সোজা কথায় এমন প্রার্থীর খোঁজে আছে বিজেপি – যাঁদের নাম ঘোষণা হলে এলাকায় গিয়ে নতুন করে প্রার্থী পরিচয় করে দিতে হবে না।

আর এই আবহেই এবার বিজেপি যোগের কথা শোনা যাচ্ছে একলপ্তে তিন-তিনজন সেলিব্রিটির। এর মধ্যে দুজন নাকি টলিউডের একেবারে প্রথম শ্রেণীর নায়িকা। এতদিন ধরে বাংলায় সেলিব্রিটিদের নির্বাচনী ময়দানে এই কাজটি অত্যন্ত সুনিপুনভাবে করে এসেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এবারেও গতবারের জেতা চার ‘সেলিব্রিটি’ সাংসদ – অর্পিতা ঘোষ, দেব, মুনমুন সেন ও শতাব্দী রায়ের সঙ্গে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন টলিউডের আরও দুই নায়িকা নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। কিন্তু, সেলিব্রিটি প্রার্থীদের পাল্টা সেলিব্রিটি প্রার্থী দিতে এবার মরিয়া গেরুয়া শিবিরও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালের সঙ্গে গেরুয়া শিবিরের কথাবার্তা অনেকদূর এগিয়ে গেছে – তাঁকে নাকি যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তী ও বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে প্রার্থী হিসাবে অফার করা হয়েছে। অগ্নিমিত্রা পাল নিজেও নাকি রাজি, সব থেকে বড় কথা তাঁর নাম নিয়ে আপত্তি নেই রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও। তবে দলেরই আরেকটি সূত্রের খবর, অগ্নিমিত্রাদেবীকে যাদবপুর কেন্দ্র নয়, বরং ভাবা হচ্ছে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। কেননা যাদবপুর কেন্দ্রে অন্য হেভিওয়েট নায়িকা প্রার্থীর কথা ভাবা হচ্ছে। তবে, কেন্দ্র যেটাই হোক না কেন অগ্নিমিত্রা পালের টিকিট পাওয়া একপ্রকার নিশ্চিত বলেই মনে করছেন গেরুয়া সমর্থকরা।

কিন্তু যাদবপুর কেন্দ্রে তাহলে কার কথা ভাবা হচ্ছে? গেরুয়া শিবির সূত্রের কথা অনুযায়ী, ওই কেন্দ্রের জন্য বাংলা সিনেমার অন্যতম ব্যস্ত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছে। শ্রাবন্তীদেবীর সঙ্গে এই নিয়ে একপ্রস্থ কথা নাকি হয়েও গেছে সংশ্লিষ্ট নেতাদের। তিনি সরাসরি হ্যাঁ বলেননি এখনও, তবে ভেবে দেখার কথা বলেছেন। আগামী দু-একদিনের মধ্যেই নাকি চিত্রটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু, বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকা নাকি অবশ্যই গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় তীব্র জল্পনা শুরু হয়ে গেছে বিজেপি সমর্থকদের মধ্যে।

এর পাশাপাশিই টলিউডের আরেক নামি অভিনেত্রী, বলা ভালো শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের জামানার আগের জামানায় যিনি টলিউডে একচ্ছত্র আধিপত্য রেখেছিলেন সেই ঋতুপর্ণা সেনগুপ্তর নামও ভেসে উঠছে বিজেপি প্রার্থী হিসাবে। কলকাতা উত্তর বা দক্ষিণ কোনো একটি কেন্দ্র থেকে তাঁর নাম প্রার্থী হিসাবে ভাবা হয়েছে। শ্রাবন্তী চ্যাটার্জির মত ঋতুপর্ণা সেনগুপ্তও এই নিয়ে ভেবে দেখার জন্য কিছুটা সময় চেয়েছেন। সবমিলিয়ে বিজেপির প্রার্থী তালিকায় এই সেলিব্রিটিরা থাকেন কিনা বা থাকলেও কোন কেন্দ্র থেকে তা আগামী দু-একদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!