এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আসন্ন লোকসভা নির্বাচনে ৪ হেভিওয়েট বিজেপি নেতার টিকিট প্রায় চূড়ান্ত হয়ে গেল

আসন্ন লোকসভা নির্বাচনে ৪ হেভিওয়েট বিজেপি নেতার টিকিট প্রায় চূড়ান্ত হয়ে গেল


আসানসোলের দুদিনের বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বেশ বড় মাপের আলোচনা হয়ে গেল গেরুয়া শিবিরের অন্দরে বলে সূত্রের খবর। বৈঠকের যা নির্যাস, তা থেকে জানা যাচ্ছে, বঙ্গ শিবিরের নেতারা কেন্দ্রীয় নেতৃত্ত্বকে স্পষ্ট জানিয়েছেন, বাংলায় সরকার বিরোধী হাওয়া স্পষ্ট এবং বর্তমান শাসকদলের জায়গায় সাধারণ মানুষের প্রথম পছন্দ গেরুয়া শিবিরই।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ফলে, আসন্ন লোকসভা নির্বাচনে নাকি বাংলায় সর্বকালীন রেকর্ড ফলাফল করতে পারে বিজেপি। আর তাই দাবি ওঠে এখন থেকেই রাজ্য বিজেপির নেতাদের সাম্ভাব্য আসন চূড়ান্ত করে তাঁদের লোকসভার প্রস্তুতির সুযোগ করে দেওয়া হোক। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য নেতার কথায়, এবারে বিজেপির অন্দরে টিকিটের চাহিদা তুঙ্গে।

কিন্তু, দলের অন্দরের খবর, লোকসভা নির্বাচনের আগে বেশ কিছু হেভিওয়েট নেতা-নেত্রী অন্যদল থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন। ফলে সেইসব আসনে এইমুহূর্তে প্রার্থী চূড়ান্ত না করে আরো কিছুটা সময় অপেক্ষা করতে রাজি বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্ত্ব। কিন্তু, এই মুহূর্তে যেকজন শীর্ষনেতা অবশ্যই করে টিকিট পেতে পারেন তাঁদের নাম নিয়ে আর দেরি করতে রাজি নয় গেরুয়া শিবির, বিশেষ করে সেইসব নামে যখন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্ত্বেরও বিশেষ আপত্তি নেই।

আর তাই ওই নেতার কথা অনুযায়ী ৪ হেভিওয়েট নেতার নাম ও কোন লোকসভা কেন্দ্র থেকে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন তা প্রায় চূড়ান্ত। ‘প্রায়’ এখনো লিখতে হচ্ছে কারণ নাকি দিল্লি থেকে সরকারি অনুমোদন এখনো আসেনি। তবে এই নাম ও আসনের খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। যদিও এই নিয়ে সরকারিভাবে বিজেপি এখনো কোনো কিছুই জানায়নি, ফলে সমস্তটাই জল্পনার স্তরেই থাকছে।

যে যে নেতা-নেত্রী ও আসনের ব্যাপারে জানা যাচ্ছে, তা হল –
১. দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি, মেদিনীপুর
২. লকেট চট্টোপাধ্যায়, মহিলা মোর্চা রাজ্য সভানেত্রী, বীরভূম
৩. বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আসানসোল
৪. সায়ন্তন বসু, রাজ্য সম্পাদক, পুরুলিয়া

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!