এখন পড়ছেন
হোম > রাজ্য > ৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি নিয়ে নন্দীগ্রামের নিহত সিপিএমে পরিবারের পাশে শুভেন্দু

৫ লক্ষ টাকা ও সরকারি চাকরি নিয়ে নন্দীগ্রামের নিহত সিপিএমে পরিবারের পাশে শুভেন্দু


নজির বিহীনভাবেই শনিবার দলীয় কর্মীদের সাথে নিয়ে নন্দীগ্রামে নিহত দুই সিপিএম কর্মীর বাড়িতে গেলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি। সেখানে উপস্থিত হয়ে তিনি মৃত ব্যক্তিদের পরিবারের হাতে নগদ ৫ লক্ষ টাকা করে তুলে দেন।  একই সাথে মৃত বিশ্বজিত্‍ মান্নার স্ত্রী জয়ন্তী মান্না এবং যজ্ঞেশ্বরবাবুর ছেলে সঞ্জয় ঘোষের হাতে নন্দীগ্রাম-টেঙ্গুয়া মার্কেটিং সোসাইটির স্থানীয় শাখায় চাকরীর নিয়োগপত্র তুলে দেন। উল্লেখ্য গত সোমবার নির্বাচন চলাকালীন নন্দীগ্রাম ২নং ব্লকের খোদামবাড়ি গোপালপুর বুথে দুষ্কৃতিদের গুলি ও বোমার আঘাতে মৃত্যু হয় দুই সিপিএম কর্মী যজ্ঞেশ্বর ঘোষ (৬২) এবং বিশ্বজিত্‍ মান্নার(২৯)।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন শুভেন্দু বাবু বললেন, ” আমি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হলেও আমি নন্দীগ্রামের সমস্ত মানুষের বিধায়ক। তাই আমি সমস্ত মানুষের পাশেই দাঁড়াতে চাই। আমার কাছে যে কোনও মৃত্যুই দুঃখজনক।” সরকারের পক্ষ থেকে ও সরকারী সাহায্যের প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তিনি বললেন, ”সতীশ সামন্ত কল্যাণ তহবিল থেকে দুই পরিবারের হাতে নগদ ৫ লক্ষ করে টাকা ও পরিবারের একজন করে সদস্যদের চাকরির ব্যবস্থা করতে পেরে ভালো লাগছে। দুষ্কৃতিকারীদের কোনও জাত হয় না। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই মৃত্যুর জন্য যারা দায়ী তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!