এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি নিয়ে এবার মুখ খুললেন আব্দুল মান্নান ও অধীর চৌধুরী

বিজেপি নিয়ে এবার মুখ খুললেন আব্দুল মান্নান ও অধীর চৌধুরী

কর্ণাটক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরেই  বিজেপি দলের কফিনে প্রথম পেরেক পরলো । আর কর্ণাটক নির্বাচনের সাফল্যের মাধ্যমেই  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতা হিসেবে প্রথম সাফল্য এলো। এমনটাই মনে করছেন পশ্চিমবঙ্গের  কংগ্রেস বিধায়ক তথা বিধানসভার বিরোধী দলনেতা আবদুল মান্নান।এদিন কংগ্রেস ও জেডিএসের বিধায়কদের আনুগত্যকে কুর্ণিশ করলেন  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কর্ণাটকের কংগ্রেস এবং জেডিএস জোটের সরকার গঠন প্রসঙ্গে এক সাংবাদিক সম্মেলনে আবদুল মান্নান নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “কর্ণাটকে আড়াই দিনের ইয়াদুরাপ্পা সরকারের পতনের পর পদত্যাগ করা উচিত রাজ্যপালেরও।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 তিনি এই জয়কে গণতন্ত্রের জয় বলে ব্যাখ্যা করেন। অভিযোগের সুরে মান্নান সাহেব বললেন, “বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়েছিল। আমাদের আস্থা ছিল বিচারব্যবস্থার উপর, বিশ্বাস ছিল সত্যের উপর। সেই সত্যের জয় হয়েছে, জয় হয়েছে সংবিধানের।বিজেপি টাকা দিয়ে সব কিনে নিতে চেয়েছিল, ক্ষমতার অপব্যবহার করতে চেয়েছিল। চেয়েছিল গণতন্ত্রকে ধ্বংস করতে।”  অন্যদিকে একই সুরে নিজের মতামত জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এদিন তিনি বললেন, “কর্ণাটকে নির্বাচিত জনপ্রতিনিধিরা তাঁদের ধর্ম ত্যাগ করেনি। দলের প্রতি আনুগত্য দেখিয়েছেন। জেডিএস বিধায়কদেরো স্যালুট জানাতে হয়। আর এই কথা বলার আমরা জেডিএসকে সমর্থন করে প্রমাণ করে দিয়েছি, কংগ্রেসর ক্ষমতালোভী নয়। আমরা গণতন্ত্রের রক্ষক। বরং ক্ষমতাপিপাসু হল বিজেপি। তাই সংখ্যা না থাকা সত্ত্বেও ক্ষমতার মোদে তাঁরা ছুটে গিয়েছিল সরকার গড়তে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!