এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ, তবুও খুশি নন দিলীপ ঘোষ ! জেনে নিন কারণ !

 গ্রেপ্তার অনুব্রত ঘনিষ্ঠ, তবুও খুশি নন দিলীপ ঘোষ ! জেনে নিন কারণ !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলের ছায়া সঙ্গী হিসেবে পরিচিত তার দেহরক্ষী সায়গল হোসেনকে। আর এরপরেই অনেকে আশঙ্কা করছেন, এবার ধীরে ধীরে এই ব্যাপারে মূল মাথাকে গ্রেপ্তার করবে সিবিআই। আর এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী গ্রেপ্তার হলেও মূল সমস্যার সমাধান যে এখনও হয়নি, তা স্পষ্ট করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। যেখানে মূল মাথাকে গ্রেপ্তার করার দাবি জানালেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “এটা সবাই জানে, কারা এদের সঙ্গে যুক্ত। কিন্তু যারা মাথা, তারা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ এই সমস্যার সমাধান হবে না। তাই সেটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত। তাহলে মানুষ কিছুটা আশ্বস্ত হতে পারবেন।”

একাংশের মতে, দিলীপ ঘোষ এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার নাম না করে তৃণমূলের শীর্ষ নেতাদের বিদ্ধ করলেন। তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, গরু পাচারের মত ঘটনায় বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে জেরা করা হয়েছে। তাই তার মত মাথাকে যতক্ষণ না গ্রেপ্তার করা হয়, ততক্ষণ সমস্যার সমাধান হবে না বলে ইঙ্গিত দিলেন দিলীপ ঘোষ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!