এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রণব-কন্যার বিজেপি যোগ নিয়ে বিস্ফোরকভাবে মুখ খুললেন দাপুটে কংগ্রেস নেতা

প্রণব-কন্যার বিজেপি যোগ নিয়ে বিস্ফোরকভাবে মুখ খুললেন দাপুটে কংগ্রেস নেতা

আগামী বছরে লোকসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বীতা করার সম্ভবনার বিষয়টি খুব একটা ভালো চোখে দেখছেন না বিশিষ্ঠ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য । তিনি তাঁর কথায় সেইরকমই ইঙ্গিত করেছেন। প্রদীপ বাবু এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বললেন, “উনি বিজেপির টিকিটে দাঁড়াতেই পারে। এতে অবাক হওয়ার কি আছে? রাজনীতিতে প্রত্যেকেরই নিজস্ব স্বাধীনতা রয়েছে। সেই ব্যক্তি স্বাধীনতায় কারোরই হস্তক্ষেপ করা উচিত নয়। কারোর কাজ আমাদের পছন্দ হতেও পারে আবার নাও পারে। কিন্তু যাঁকে আমি চিরকাল শত্রু বলে চিহ্নিত করে এসেছি সেখানে আদর্শগত কারণকে বিসর্জন দিয়ে যাঁরা পিছনে কিছু যুক্তি খাঁড়া করে অন্য দলে যাচ্ছে রাজনীতিতে এটা ভুল এবং ভ্রান্ত সিদ্ধান্ত। যাঁরা ইতিহাস লিখবেন তাঁরা ভালো চোখে দেখবেন না। বরং তাঁরা ভাববেন যিনি এটা করেছেন তিনি ভুল করেছেন।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত সাম্প্রতিক কালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের বিজেপি দলে যোগদান এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার বিষয়ে রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠেছে। উল্লেখ্য শর্মিষ্ঠা মুখোপাধ্যায় বর্তমানে দিল্লি কংগ্রেসের মুখপাত্র। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বিজেপির মনোনয়নে প্রতিদ্বন্দ্বীতা করবেন  শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। এই বিষয়ে এ যাবত কালে তাঁর গেরুয়া শিবিরের সাথে দু দফা বৈঠকও হয়ে গিয়েছে । যদিও সমস্ত সম্ভবনা কে ফুৎকারে উড়িয়ে দিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি কন্যা সোস্যাল মিডিয়ায় কড়া ভাষায় নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখলেন, “পাহাড়ে বেড়াতে গিয়ে এই খবরটা টর্পেডোর মতো আমার মাথায় আছড়ে পড়েছে। আমি কংগ্রেস ভাবধারায় উদ্বুদ্ধ হয়েই রাজনীতিতে এসেছি। যদি কংগ্রেস ছাড়তে হয় তাহলে রাজনীতিই ছেড়ে দেব।” যা স্বভাবতই জাতীয় রাজনীতির সমস্ত জল্পনায় জল ঢেলে দিলো ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!